তবে যার কথা বলছি, তিনি কিন্তু কোন রাখঢাক না করেই বললেন তিনি কার্বোহাইড্রেট খেতে চান না ৷ করাণ কার্বোহাইড্রেট খেলে তিনি মোটা হবেন আর এক বিশেষ অনুষ্ঠানে ডিজাইনার শেরওয়ানি পরতে পারবেন না ! এর জন্যই তো চিপস্ ও খাবেন না তিনি ! যার কথা হচ্ছে তিনি আর কেউ নন, তারকা প্রযোজক, পরিচালক করণ জোহর !
advertisement
ভাবুন একবার ৷ করণ জোহর, যিনি প্রধাণত ক্যামেরার পিছনেই থাকেন তিনিই এমন খুঁতখুঁতে খাবার ব্যাপারে ৷ তাহলে যাদের নিয়মিত স্ক্রিনে দেখা যায় তারা কী করেন ? কোন এক জায়গায় যাওয়ার পথে, করণ জোহরকে চিপস অফার করছিলেন বরুণ ধাওয়ান ৷ করণ তো মুখ ঢেকেই নিলেন খাবেন না বলে ! সে যে কী নাটক, ভিডিও দেখলেই বুঝবেন ৷ পিছনের সিটেই বসেছিলেন করিশ্মা ৷ করণের প্রতিক্রিয়া দেখে বরুণ আর করিশ্মার কাছে এই চিপস্ নিয়ে যাওয়ার সাহসও করেননি ৷ কে জানে নায়িকারা হয়ত এই ধরনের খাবার খাওয়া তো দূরে থাক, দেখতেও পছন্দ করেন না !