TRENDING:

রেখাকে জরদস্তি চুমু খাওয়ার জন্য ক্ষমা চাইতে হবে কমল হাসানকে, দাবি...দেখুন ভিডিও

Last Updated:

রেখা আরও বলেন যে সেই সময় তার বয়স ছিল মাত্র ১৬

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: জোর করে অভিনেত্রী রেখাকে চুমু খেয়েছিলেন কমল হাসান৷ সেই খবর সামনে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে৷ দক্ষিণী অভিনেত্রীর অভিযোগ করেন যে শ্যুটিং-এর সয়ম তাকে জানানো হয়নি যে দৃশ্যটিতে চুমু রয়েছে৷ অভিনেতা কমল হাসান ও পরিচালক কে বালাচন্দরের মধ্যেই এই বিষয়টি আলোচনা হয়৷ দৃশ্যটি শ্যুটের আগে পরিচালক কমলকে বলেন যে মনে আছে তো কী বলেছিলাম৷ তারপরই অ্যাকশনের নির্দেশ দেন পরিচালক৷ দৃশ্যটিতে নায়ক-নায়িকাকে ঝাঁপ দেওয়ার কথা ছিল৷ কিন্তু কোনও কিছু বোঝার আগে কমল জোরে একটি চুমু খান নায়িকার ঠোঁটে৷ তারপর হয় ঝাঁপ দেওয়ার দৃশ্য৷ এতেই বেজায় অসন্তুষ্ট হন রেখা৷ কারণ তিনি ছিলেন অপ্রস্তুত৷ এবং তথন তার বয়স ছিল মাত্র ১৬৷ ১৯৮৬-র ছবি পুন্নাগাই মান্নানর সেই অভিজ্ঞতার কথা কিছুতেই ভুলতে পারেননি অভিনেত্রী৷ তবে এখন সেই কথা বলতে কিছুটা বিরক্তই হন নায়িকা৷ কারণ প্রচুরবার এই নিয়ে কথাও হয়েছে৷ একটি ওয়েবসাইটে এই নিয়ে কথা উঠলে তিনি বলেন যে ছবির জন্য এই চুমুটি প্রয়োজন ছিল, কিন্তু তাকে না জানিয়ে এটা করা অনৈতিক ছিল৷ দক্ষিণী অভিনেত্রীর এই সাক্ষাৎকারের পর নায়িকার কাছে কমল হাসাকে ক্ষমা চাইতে হবে, এমন দাবি তোলেন নেটিজেনরা৷
advertisement

রেখা আরও বলেন যে সেই সময় তার বয়স ছিল মাত্র ১৬৷ এবং তাকে না জানিয়ে এভাবে চুমুর খাওয়ার পর কমল বা পরিচালক কউ তার কাছে ক্ষমা চাননি৷ তবে একই সঙ্গে তিনি এটাও বলেন যে সেই ছবি ছিল সুপারহিট৷ এবং তারপর প্রচুর ছবির অফার আসে তার কাছে৷ কিন্তু সেই ছবিতে যে ব্যবহার তিনি পেয়েছিলেন সেটা এখনও ভুলতে পারেননি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাদ্যরসিকদের জন্য দারুণ সুখবর! মাত্র ১০ টাকায় আনলিমিটেড ঘুগনি, কোথায় মিলছে জানেন?
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
রেখাকে জরদস্তি চুমু খাওয়ার জন্য ক্ষমা চাইতে হবে কমল হাসানকে, দাবি...দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল