সোশ্যাল মিডিয়ায় এই গুজব (Gossip) যে সময় এই ঘটনা ঘটে তখন অজয় দেবগন নেশায় মত্ত অবস্থায় ছিলেন৷ তাঁর গাড়ি পার্কিং নিয়ে এই প্রবল ঝগড়া হয়৷ যাঁর পর লোকজন এক হয়ে তাঁর সঙ্গে মারপিট শুরু করে দেন৷ এদিকে ভিডিওতে ব্যক্তিটিকে অজয় দেবগণ বলে দাবি করা হলেও এই ভিডিওতে একবারের জন্যেও তাঁর চেহারা পরিষ্কার দেখা যাচ্ছে না৷ কিন্তু হাবেভাবে ও চেহারার আকৃতিতে মিল থাকার কারণে তাঁকে নেটিজেনরা অজয় দেবগণ বলে দাবি করছেন৷
advertisement
তবে এভাবে ভিডিও ভাইরাল হতেই, মাঠে নেমে পড়েন অজয়ের টিম৷ তাঁর মুখপাত্র জানান যেই ব্যক্তিতে অজয় দেবগণ বলে সকলে ভাবছেন, তিনি অভিনেতা অজয় নন৷ এর পিছনে যুক্তিও তুলে ধরেন তিনি৷ জানানো হয়, ২০২০, জানুয়ারি মাসের পর নয়াদিল্লিতে পা রাখেননি অজয়৷ সেই বার শেষ নিজের ছবি তানাজির প্রচারে দিল্লি গিয়েছিলেন অজয়৷ তারপর লকডাউন ও করোনা পরিস্থিতির জন্য আপাতত অজয় মুম্বইতেই৷ মুম্বইতে চলছে তাঁর পরবর্তী ছবির শ্যুটিং-এর কাজ৷ ময়দান, গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির ছবির জন্য তিনি মুম্বইতেই শ্যুটিং করছেন৷ গত ১৪ মাস তিনি দিল্লিতে যাননি, স্পষ্ট করেছেন অজয়ের মুখপাত্র৷ তাই এই ভিডিওটিতে অজয় নেই, দাবি তাঁদের৷
আরও পড়ুন হাঁটুর বয়সি নায়িকার 'hot' ছবিতে কমেন্ট করতে ছাড়লেন না ৭০ পেরোনো বিগ বি! লিখলেন...
যেই ব্যক্তি পুরো মারামারির ভিডিও শেয়ার করেছেন, তিনিও লিখেছেন যে, সাদা শার্ট পরিহিত এক মাতালকে ব্যাপক মারধর করা হচ্ছে ৷ ভিডিও পোস্ট করে ওই ব্যক্তি লিখেছেন আমি জানি না ওই ব্যক্তি অজয় দেবগণ না অন্য কেউ ৷ সোশ্যাল মিডিয়াতেও এই ভিডিও দ্রুত ছড়াচ্ছে যেখানে দাবি করা হচ্ছে এই ব্যক্তি অজয় দেবগন৷
এরপর পুলিশ তদন্ত শুরু করে৷ কিন্তু তদন্ত অনুসারে ওই ব্যক্তি অজয় দেবগণ নন৷ তাঁর এই ঘটনার সঙ্গে কোনও সম্পর্কই নেই৷ পুলিশ এই ঘটনায় প্রধান অভিযুক্তদের গ্রেফতার করেছে৷