আসলে বিগ বস ১৪-র (Bigg Boss 14) পরে এবার রাহুল যোগ দিতে চলেছেন আরেক রিয়্যালিটি শোয়ে, খতরোঁ কি খিলাড়ি সিজন ১১-তে (Khatron Ke Khiladi Season 11)s উপস্থিত থাকবেন তিনি। এর শ্যুটিং হবে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে, তার মানে বেশ কিছু দিন দিশার থেকে দূরে কাটাবেন গায়ক। এর আগে যখন বিগ বসের বাড়ি থেকে রাহুল প্রেম নিবেদন করেছিলেন, তখন দিশার কিছু করার ছিল না। কিন্তু এবার তাঁকে বলে-কয়ে কেপ টাউনের দিকে রওনা দিচ্ছেন রাহুল, তাই দিশা একটা উপহার সঙ্গে পাঠাতে ভোলেননি।
advertisement
শেনা যাচ্ছে যে আগামী মাসকয়েকের মধ্যেই বিয়েটা সেরে ফেলবেন তাঁরা। রাহুলের বক্তব্য- তাঁরা আপাতত আর করোনা পরিস্থিতি ঠিক হওয়ার জন্য অপেক্ষা করবেন না। তার বদলে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুব কাছের কিছু বন্ধু আর আত্মীয়স্বজনদের উপস্থিতিতে বিয়ে সেরে ফেলবেন। তার পর নিয়ম মেনে বড় করে এক প্রীতিভোজের আয়োজন করবেন। আর এই কাছের লোকদের মধ্যেই রয়েছেন বিগ বস ১৪-র কিছু প্রতিযোগীও। রাহুল বলছেন, টানা কয়েকমাস বিগ বসের বাড়িতে থাকতে থাকতে তাঁর কয়েকজনের সঙ্গে আত্মীয়তা হয়ে গিয়েছে, অতএব তাঁদের বাদ দিয়ে বিয়ে হবে না! বাকি রইলেন যাঁরা, তাঁদের ডাকা হবে প্রীতিভোজের অনুষ্ঠানে!