TRENDING:

ইদে বক্সঅফিসে সুলতানদের টক্করের জন্য তৈরি থাকুন

Last Updated:

এই ইদে বক্সঅফিসে সুলতান ক্ল্যাশ ৷ অর্থাৎ দুই সুলতানের লড়াইয়ে জমে উঠবে সিলভার স্ক্রিন ৷ একজন টলিউডের সুলতান, অন্যজন বলিউডের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এই ইদে বক্সঅফিসে সুলতান ক্ল্যাশ ৷ অর্থাৎ দুই সুলতানের লড়াইয়ে জমে উঠবে সিলভার স্ক্রিন ৷ একজন টলিউডের সুলতান, অন্যজন বলিউডের ৷ এই ইদেই মুক্তি পাবে অভিনেতা জিৎ-এর ছবি সুলতান দ্য সেভিয়ার ৷ অন্যদিকে মুক্তি পাবে সলমনের রেস থ্রি ৷
advertisement

Photo Courtesy : Instagram Handle/Jeet

আরও পড়ুন প্রিয়া প্রকাশের চোখের ইশারা, নতুন ভিডিওতে ফের কাবু নেটদুনিয়া

সুলতান দ্য সেভিয়ার ছবির পোস্টার রিলিজ করলেন স্বয়ং জিৎ ৷ কিছুদিন আগেই নিজের ছবির ধমাকাদার ট্রেলর রিলিজ করেছেন সলমন খান ৷ তাঁর ছবি রেস থ্রির মুক্তিও পাবে ইদে ৷ তাই বক্স অফিসে বলিউড ও টলিউডের হিরোর লড়াই হবে ভালই ৷ আর দর্শক উপভোগ করবেন দু দুটি অ্যাকশন প্যাকড ছবি ৷

advertisement

Photo Courtesy : Twitter Handle/Salman Khan

আরও পড়ন ধর্ষণ নিয়ে 'জোকস' শুনে হেসে লুটিয়ে পড়লেন কঙ্গনা! উঠল বিতর্কর ঝড়!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুলতান দ্য সেভিয়ার ছবির বিভিন্ন লুক ইতিমধ্যেই তুলে ধরেছেন জিৎ ৷ এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন বাংলাদেশের নায়িকা মিম এবং প্রিয়াঙ্কা সরকার ৷ অবশ্যই জিৎ ভক্তদের এই ছবির দিকে নজর তো থাকবেই ৷ অন্যদিকে সলমন খান ৷তাঁর ছবি রেস থ্রিতে তিনি ছাড়াও রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলিন, ডেইজি শাহ আরো অনেকে ৷ অর্থাৎ একগুচ্ছ তারকাকে একসঙ্গে রেস থ্রি ছবিতে নিয়ে আসছেন পরিচালক রেমো ডি সুজা ৷ রেস মানেই যে ছবিতে থাকবে অ্যাকশন, সেটা নিয়ে কোন সন্দেহ নেই ৷ তাই ভরপুর অ্যাকশন ছবি নিয়ে ইদে জমজমাট ফিল্মি বাজার ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ইদে বক্সঅফিসে সুলতানদের টক্করের জন্য তৈরি থাকুন