আরও পড়ুন প্রিয়া প্রকাশের চোখের ইশারা, নতুন ভিডিওতে ফের কাবু নেটদুনিয়া
সুলতান দ্য সেভিয়ার ছবির পোস্টার রিলিজ করলেন স্বয়ং জিৎ ৷ কিছুদিন আগেই নিজের ছবির ধমাকাদার ট্রেলর রিলিজ করেছেন সলমন খান ৷ তাঁর ছবি রেস থ্রির মুক্তিও পাবে ইদে ৷ তাই বক্স অফিসে বলিউড ও টলিউডের হিরোর লড়াই হবে ভালই ৷ আর দর্শক উপভোগ করবেন দু দুটি অ্যাকশন প্যাকড ছবি ৷
advertisement
আরও পড়ন ধর্ষণ নিয়ে 'জোকস' শুনে হেসে লুটিয়ে পড়লেন কঙ্গনা! উঠল বিতর্কর ঝড়!
সুলতান দ্য সেভিয়ার ছবির বিভিন্ন লুক ইতিমধ্যেই তুলে ধরেছেন জিৎ ৷ এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন বাংলাদেশের নায়িকা মিম এবং প্রিয়াঙ্কা সরকার ৷ অবশ্যই জিৎ ভক্তদের এই ছবির দিকে নজর তো থাকবেই ৷ অন্যদিকে সলমন খান ৷তাঁর ছবি রেস থ্রিতে তিনি ছাড়াও রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলিন, ডেইজি শাহ আরো অনেকে ৷ অর্থাৎ একগুচ্ছ তারকাকে একসঙ্গে রেস থ্রি ছবিতে নিয়ে আসছেন পরিচালক রেমো ডি সুজা ৷ রেস মানেই যে ছবিতে থাকবে অ্যাকশন, সেটা নিয়ে কোন সন্দেহ নেই ৷ তাই ভরপুর অ্যাকশন ছবি নিয়ে ইদে জমজমাট ফিল্মি বাজার ৷