অভিনবের প্রতি নিজের দুর্বলতার বিষয় আগেই স্বীকার করেছিলেন রাখি সাওয়ান্ত। এবার বিগ বস কুইন জানালেন, অভিনব শুক্লার সঙ্গে এক জায়গায় থাকলে তিনি অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আপাতত খতরোঁ কে খিলাড়ির শ্যুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকায় রয়েছেন অভিনব। তবে বিগ বসের মতো এবার সঙ্গে নেই স্ত্রী রুবিনা দিলায়েক।
advertisement
রাখির কথায়, “আমি ওই অনুষ্ঠানে যেতে চাই না। রুবিনা ওখানে নেই। আবার যদি আমার আর অভিনবের পরকীয়া শুরু হয়ে যায়? কখন কী হয় বলা যায় না!” পাশাপাশি তিনি আরেক বিগ বস ১৪-র প্রতিযোগী নিকি তাম্বোল্লি (Nikki Tamboli), যিনি আবার খতরোঁ কে খিলাড়ি-তেও অংশ নিয়েছেন তাঁকে কটাক্ষ করতেও ছাড়েনি। রাখির দাবি অভিনবের প্রতি নিকিরও দুর্বলতা রয়েছে এবং সেই সুরেই তিনি বলেন "নিকি ওখানে কাবাব মে হাড্ডি হয়ে আছে।"
প্রসঙ্গত, বিগ বসের ১৪তম সিজনে অভিনব শুক্লা আর রাখি সাওয়ান্তের কেমিস্ট্রি সকলেই উপভোগ করেছিলেন। বিগ বসে প্রবেশের পর থেকেই বিভিন্নভাবে অভিনবের প্রতি রাখিকে ঘনিষ্ঠ হতে দেখা যায়। যদিও তা একেবারেই সহজ ভাবে নেননি অভিনবের স্ত্রী রুবিনা। রাখির কিছু আচরণে অপমানিত বোধ করেছিলেন অভিনবও। প্রকাশ্যে অভিনবের প্রতি নিজের ভালোলাগার কথা জানিয়েছিলেন রাখি। কখনও সারা গায়ে লিপস্টিক দিয়ে অভিনবের নাম লিখে, কখনও আবার অভিনেতার কাছে শাড়ি পরিয়ে দেওয়ার আবদার করে তাঁর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন রাখি। এমনকি অভিনবের মধ্যে তিনি নিজের স্বামীর প্রতিচ্ছবি দেখতে পান বলেও জানান বেপরোয়া রাখি। কিন্তু রাখির ডাকে শেষ পর্যন্ত সাড়া দেননি অভিনব। এমনকি সংশ্লিষ্ট শো-এর সঞ্চালক সলমন খান (Salman Khan) যেমন রাখিকে তাঁর এন্টারটেনমেন্টের জন্য কখনও প্রশংসা করেছিলেন, তেমনই মাঝে মাঝে তিনি সীমা পেরিয়ে যান বলেও সাবধান করেছিলেন!