TRENDING:

ক্রপটপে উপচে পড়ছে শরীরের যৌবনের ডালি, অজয়-কাজলের কন্যার নাচের ভিডিও সুপার ভাইরাল

Last Updated:

তন্বী সুন্দরীর শরীরের ইঞ্চিতে ইঞ্চিতে যৌবনের অবিরাম হাতছানি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: Bollywood -র দুই তারকা অজয় দেবগণ (Ajay Devgn) এবং কাজল  (Kajol) -র মেয়ে নাইসা দেবগণ  (Nysa Devgn)৷ স্টার কিডদের মধ্যে সম্প্রতির নাইসার জনপ্রিয়তা বেশ উঠতির দিকে৷ লাইমলাইট এখন ঘোরাফেরা করছে নাইসা সুন্দরীর ওপর৷ তরুণ এই সুন্দরী রূপের জৌলুসে ঝলসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম৷ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হলেও তিনি সংবাদমাধ্যমের সামনে একেবারেই ধরা দিতে আগ্রহী নন৷
advertisement

তাঁর বোল্ড একটা ভিডিও ঝড়ের গতিতে তীব্র ভাইরাল হয়েছে৷ সেই ভিডিওতে তিনি তাঁর বন্ধুদের সঙ্গে নাচছেন৷ পোশাক একেবারে হট অ্যান্ড হ্যাপেনিং৷

ভিডিওতে নাইসা দেবগণ একটি অফ হোয়াইট ক্রপ টপ এবং ফেডেড জিনস৷ একদিকে যেমন হালকা ক্লিভেজ উঁকি দিচ্ছে তেমনিই ফ্ল্যাট টামিতে অপূর্ব নাভিকুণ্ডের উপস্থিতি৷ দুই বিদেশি সুন্দরীও তার সঙ্গে বাম শেক করছেন৷

advertisement

ইংলিশ গানের বিটে এরা নাচছেন৷ ভিডিওতে নাইসকে নেটিজেনরা ভীষণ পছন্দ করছেন৷ দেখে নিন নাইসার সেই ভিডিও৷

নাইসার ভিডিওটি মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৬০ হাজার ছাড়িয়েছে৷ মানুষ ভিডিওতে প্রচুর কমেন্টও করেছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নাইসা সিঙ্গাপুরে থেকে পড়াশুনো করেন৷ করোনার সময়েও তিনি সিঙ্গাপুরেই রয়েছেন৷ সেখানে তাঁর সঙ্গে কাজল রয়েছেন৷ তাঁদের ছেলে যুগ অজয় দেবগণের সঙ্গে মুম্বইতেই রয়েছেন৷ কাজলকে শেষবার বলিউডের ছবি তানাজি দ্য আনসাং ওয়ারিয়রে অভিনয় করতে দেখা গেছে৷ সিনেমার কাজলের সঙ্গে ছিলেন অজয় দেবগণ ও সইফ আলি খান৷ এই ফিল্মটি সুপারহিট হয়েছিল৷ ছবিতে নেগেটিভ রোলে অভিনয় করেছেন সইফ আলি খান ৷ অন্যদিকে অজয় দেবগণ এই ছবির মুখ্যচরিত্র তানাজির ভূমিকায় অভিনয় করেছিলেন৷ কাজল এই ছবিতে অজয় দেবগণের স্ত্রী-র ভূমিকাতেই অভিনয় করেছিলেন৷ তবে বলিউডের সিংহম এখনও নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে কোনওরকমের কোনও ঘোষণা করেননি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ক্রপটপে উপচে পড়ছে শরীরের যৌবনের ডালি, অজয়-কাজলের কন্যার নাচের ভিডিও সুপার ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল