TRENDING:

‘‘৫০ দিনে ২.২৫ কোটি টাকা, আর কে দেবে?’’ চাঞ্চল্যকর মন্তব্য বলি অভিনেত্রীর!

Last Updated:

বলিউডে বঙ্গতনয়ারা চিরকালই সফল, এটা প্রমাণ করেছিলেন এই অভিনেত্রীও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: Hungama, Baghban, Golmaal, Dhoom, Garam Masala বলিউডের এই ছবিগুলির মধ্যে কী মিল জানেন? এই প্রতিটা ছবিতেই বাঙালি মেয়ে রিমি সেন অভিনয় করে নজর কেড়েছেন৷ বলিউডের এই অভিনেত্রী যিনি প্রডিউসার হন তাঁকে নিয়ে ইদানিং খুব বেশি কথা হয় না৷ তিনি নিজেও খুব একটা খবরে থাকার চেষ্টা করেন না৷ কিন্তু তাঁর অভিনয় করা সিনেমাগুলি বলি সিনেমা ফ্যানদের মনের খুব কাছের ৷ সাবলীল অভিনয় আর সৌন্দর্যের কম্বো ছিলেন এই বঙ্গললনা৷ ২০১৫ -তে বিগবসে অংশ নিয়েছিলেন রিমি সেন৷ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে -তে দেওয়া সাক্ষাৎকারে বিগবস নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য প্রকাশ করেছেন৷
advertisement

রিমি সেন বিগ বসে অংশ নেওয়ার জন্য কি অনুশোচনা বোধ করেন এই প্রশ্নের উত্তরে রিমি সাফ করে দিয়েছেন তাঁর দৃষ্টিভঙ্গী৷ তিনি জানিয়েছেন বিগ বসে অংশ নিয়ে তিনি বুঝতে পেরেছেন আসল পৃথিবীটা ঠিক কেমন৷ এটা তাঁর দৃষ্টিভঙ্গীর বদল ঘটিয়েছে৷

তিনি জানিয়েছেন ৫০ দিনের জন্য বিগ বস তাঁকে ২.২৫ কোটি টাকা দিয়েছিল - তাঁর সাফ কথা কাঁহা সে মিলেগা তুমকো? টাকার দিক থেকে এটা একটা বড় অঙ্ক৷ টাকা রোজগার করা যেখানে মূল লক্ষ্য সেখানে এই ধরণের বিখ্যাত শো-তে অংশ নেওয়া কোনও ব্যাপারই নয়৷ ৫০ দিনে এতগুলো টাকা পাওয়া একটা বড় ব্যাপার৷

advertisement

তিনি আরও একটি কারণ দেখিয়েছেন এই জনপ্রিয় শো তে অংশ নেওয়ার৷ তাঁর মতে Bigg Boss এমন একটি প্ল্যাটফর্ম যেখানে খারাপ পরিস্থিতিতে কী করে লড়াই করতে হয় তা একেবারে হাতেকলমে করে দেখা যায়৷ মানুষের আগ্রহেরও এই একটাই কারণ৷ এই শো-তে সরাসরি দেখতে পাওয়া যায় সেলিব্রিটিরাও চাপের পরিস্থিতিতে পড়লে কীভাবে দিশেহারা হয়ে যান৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অপেক্ষার অবসান, কনকনে শীতে শুরু হয়ে গেল এবছরের পৌষমেলা! প্রথম দিনেই রেকর্ড ভিড়
আরও দেখুন

তিনি জানিয়েছেন ভিতর থেকে খারাপটা বার করে আনার জন্য কখনও খেতে দেওয়া হয় না, কখনও আবার সারাদিন টিম মেম্বাররা কাউকে দিয়ে কাজ করিয়েই চলছে৷ একে অপরকে কটূ কথা শোনাচ্ছে৷ এতেই আসল রূপ বেরিয়ে আসে৷ তবে রিমি এও বলেছেন হতে পারে তাঁরা নিজেদের স্বাভাবিক জীবনে হয়ত আদৌ এরকম নন৷ কিন্তু ওই বিশেষ পরিস্থিতিতে তাঁরা ওই রকম হয়ে যান৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘‘৫০ দিনে ২.২৫ কোটি টাকা, আর কে দেবে?’’ চাঞ্চল্যকর মন্তব্য বলি অভিনেত্রীর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল