ভিডিওতে মন্দিরা নিজের টয়লেটে বাথটবের সামনে বিকিনি পরে ওয়ার্কআউট করছেন৷ ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশন দিয়েছেন The Bathtub, the Bikini and the Banging workout!-অর্থাৎ বাথটব, বিকিনি আর দারুণ ওয়ার্কআউট৷
ভিডিওতে মন্দিরা বাথটবের ঠিক সামনে বিকিনি পরে ওয়ার্কআউট করছেন দেখা যাচ্ছে৷ ভিডিও শেয়ার করে তিনি একেবারে খুশিতে ভেসেছেন৷ দেখে নিন মন্দিরার বেদীর শরীরি কসরতের দুরন্ত ভিডিও৷
advertisement
মন্দিরা বেদী নিজের টোনড বডি একেবারে ধারাবাহিক যত্নে বজায় রেখেছেন৷ এই ভিডিও পোস্ট হওয়ার পরেই সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক কমেন্ট এসেই চলেছে৷ তিনি নিজের এই যৌবন ধরে রাখার জন্য কঠিন ডায়েট করেন ঠিক তেমনিই খাদ্যাভ্যাসের কড়া রুটিন মেনে চলেন৷ ভিডিও শেয়ারের সঙ্গে সঙ্গে রকেটের গতিতে ভাইরাল হয়েছে ভিডিও৷
অভিনেত্রী টিনএজ সন্তানের মা, কিন্তু তাঁর ফ্ল্যাট পেট , পারফেক্ট বক্ষদেশ,শেপড নিতম্ব যেন চোখ টেনে নেয় ফ্যানদের৷ এই দেখে কেউ তাঁর বয়সের কোনও আন্দাজ করতে পারে না৷
মন্দিরা সন্তান জন্মের পর দারুণ ডায়েট ও এক্সসারসাইজের সাহায্যে ২২ কিলো ওজন কম করেছিলেন৷ এটা থেকেই পরিষ্কার হয়ে যায় নিজেকে নিয়ে কতটা চিন্তাভাবনা করেন সুন্দরী অভিনেত্রী৷ ডেলিভারির পর ওজন কমিয়ে নিজের কোমর ২৬ ইঞ্চি করে ফেলেন৷