গতকাল ছিল মহাশিবরাত্রি। সেই উপলক্ষ্যে সোনু একটি ট্যুইট করেন। যেখানে সোনু বলেন যে আজ এই পুণ্যের দিনে শুধু মাত্র শিবঠাকুরের ছবি শেয়ার করে এই দিনটি উদযাপন না করতে। বরং যদি প্রকৃত অর্থে মহাশিবরাত্রি পালন করতে হয়, তাহলে কোনও মানুষকে এগিয়ে এসে সাহায্য করা উচিৎ। আপাতদৃষ্টিতে এই বার্তায় জনকল্যাণের কথা বলা থাকলেও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এই বার্তাকে ভালো চোখে দেখেননি। বিশেষ করে শিবঠাকুরের ছবি শেয়ার করতে বারণ করায় অনেকেই রুষ্ট হয়েছেন। কিছু নেটিজেন মনে করছেন যে এতে অনেকের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে।
advertisement
https://twitter.com/SonuSood/status/1369868130063843333?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1369900225196744707%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fmovies%2Fsonu-sood-draws-netizens-ire-for-tweet-on-maha-shivratri-3525317.html
এই ট্যুইট দেখার পরে, নেটিজেনদের বেশfরভাগই অত্যন্ত রুষ্ট হয়েছেন। তাঁরা যে শুধু ধর্মীয় আবেগে সোনুর আঘাতের কথা বলছেন তা নয়। অনেকেই বলছেন যে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে নিজের গণ্ডি ছাড়িয়ে চলে যাচ্ছেন সোনু। কখন কোথায় কী বলতে হয়, সেই নিয়ন্ত্রণ তিনি হারিয়ে ফেলছেন।
একজন নেটিজেন মন্তব্য করেন যে শিবরাত্রির আগে নয়, এরকম কথা সোনুর বলা উচিৎ তাঁর নিজের ছবি মুক্তির আগে। যেখানে তিনি বলবেন ছবির টিকিট কেটে পয়সা নষ্ট না করে সেই টাকা দিয়ে গরিবদের রুটি কিনে দিতে।
কেউ কেউ আবার মনে করছেন যে মানুষের ভালোবাসা আর স্নেহ অতিরিক্ত পরিমাণে পেয়ে মাথা খারাপ হয়ে গিয়েছে অভিনেতার। তিনি নিজেকে বড্ড বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। একজন নেটিজেন তাই সোনুকে মস্তিষ্ক উপহার দিতে চেয়েছেন।
তবে সোনুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে ট্যুইটগুলো এসেছে, এর থেকে একটা বিষয় স্পষ্ট। সোনুর কাজের জন্য তাঁকে ভালোবাসলেও, ধর্ম বা দেব দেবী নিয়ে কোনও মন্তব্য সোশ্যাল মিডিয়ায় না করাই ভালো!