লকডাউন ভিডিও শ্যুট করলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও রাজদীপ গুপ্ত৷ একটা দারুণ মজার ভিডিও সামনে এল৷ সকলের মতো এঁরাও গৃহবন্দি৷ রাজদীপ ঘর মুছছেন, আর সেই সময় ফোন করলেন অনিন্দ্য৷ ঘর মোছার কথা বন্ধু কাছে বলতে লজ্জা পেলেন রাজদীপ৷ তাই বললেন যে তিনি শরীরচর্চা করছেন৷ এটা খুব একটা ভুল নয় যে ঘর মুছতে গেলে বেশ শরীরের জোর লাগে৷ তাতে ঘামও ঝড়ে৷ তাই একে একপ্রকার শরীরচর্চার সঙ্গে তুলনা করা যেতেই পারে৷ অন্যদিকে অনিন্দ্য তাঁর পোষ্যদের পাশে নিয়ে খাওয়া দাওয়া করছেন৷ কী খাচ্ছেন তা বোঝা যাচ্ছে না৷ রাজদীপের প্রশ্নের উত্তরে তিনি বললেন যে তিনি খাচ্ছেন ফিট থাকার মতো খাবার৷ তিনি প্রতিদিন সাইকেল চালান৷ সেই ছবি বা ভিডিও দেখেছেন অনেকে৷ তাই সাইকেল চালিয়ে ঘাম ঝড়ানোর পর ডায়েট ফুড খেয়ে তিনি নিজের শরীর ঠিক রাখছেন, এটাই বোঝাতে চাইলেন তিনি৷ কিন্তু সেটাও যে মিথ্যে, ধরা পড়ে গেল শেষে!
advertisement
আসলে ঘরে থেকে সকলেই খুব ক্লান্ত! এক কথায় 'ল্যাদ' খাচ্ছেন সেটা বলা যেতেই পারে! তাই তো ডায়েট হোক বা ঠিক মতো শরীরচর্চা, কিছুই হচ্ছে না! তবে সেটা স্বীকার করতে চাইছেন না অনেকে! ঠিক যেমন রাজদীপ ও অনিন্দ্য! এই ভিডিও দেখুন, নিজেদের সঙ্গে অনেকটা মিল পাবেন আর প্রাণ খুলে হাসতে পারবেন!