TRENDING:

আইসক্রিম ডেটে গিয়ে নিজেদের বিবাহ বিচ্ছেদ সেলিব্রেট করলেন এই বিখ্যাত সেলেব দম্পতি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বৈবাহিক সম্পর্কটা ধীরে ধীরে বিষিয়ে যাচ্ছিল ৷ আর সম্পর্কটাকে শবের মতো টেনে নিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে বলে মনে হচ্ছিল না ৷ তাই বৈবাহিক সম্পর্কটাকে পাকাপাকিভাবে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন দুই বিশ্ববিখ্যাত সেলেব জুটি ৷
advertisement

তাঁরা হলেন হলিউড অভিনেতা জেনিফার গার্নার ও বেন অ্যাফ্লেক ৷ বিবাহবিচ্ছেদ ঘোষণার তিন বছর পর গত বৃহস্পতিবার তাঁরা আইনিভাবে চূড়ান্ত করলেন এটি। শুধু অফিশিয়াল কাজ শেষ করে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিল ভক্তকুল ৷ তবে তাও নাকি ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে ৷

গত বৃহস্পতিবার জেনিফার গার্নারের বাড়িতে আইনজীবী ও বিচারকসহ দুজনই দেখা করেন। সেখানে চূড়ান্ত হয় বিচ্ছেদের বিষয়টি। এর আগে গত ২২ অগাস্ট বেন অ্যাফ্লেক রিহ্যাব সেন্টারে যান চিকিৎসার জন্য। চূড়ান্ত বিচ্ছেদের জন্য তিনি সময় নিয়েছিলেন গার্নারের কাছে। রিহ্যাবে যাওয়ার আগে বলেছিলেন, ফিরেই ঘোষণা করবেন এ বিষয়ে। গত বৃহস্পতিবার বিচ্ছেদকে সেলিব্রেট করার জন্য আইসক্রিম ট্রিপে গিয়েছিলেন এই এক্স হলি কাপল ৷ অর্থাৎ তাঁদের ছ’বছরের সন্তানকে সঙ্গে নিয়েই আইসক্রিম খেতে গিয়েছিলেন তাঁরা ৷

advertisement

ছবি: ফেসবুক ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

২০০৪ সালে বেন অ্যাফ্লেক ও জেনিফার গার্নারের প্রেম শুরু। ২০০৫ সালে বিয়ের পিঁড়িতে বসেন দুজন। ১০ বছর সংসার করার পর ২০১৫ সালে বিচ্ছেদের খবর দেন এই দম্পতি। তাঁদের ঘরে রয়েছে তিনটি সন্তান। ভায়োলেট, সারাফিনা ও স্যামুয়েল। ২০১৭ সালে প্রাতিষ্ঠানিকভাবে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জানান। যদিও এরপর দুজন পরিবারের সদস্যের মতোই সময় কাটান। গত জুলাই মাসেও তাঁদের সন্তানদেরসহ একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। ব্রডওয়েতে হ্যালো ডলি নাটক দেখতে গিয়েছিলেন সবাই। দুজনকে দেখা গেছে সন্তানদের স্কুলের সামনেও।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
আইসক্রিম ডেটে গিয়ে নিজেদের বিবাহ বিচ্ছেদ সেলিব্রেট করলেন এই বিখ্যাত সেলেব দম্পতি