তবে এই চোখের জল দুঃখের নয়, আনন্দ ও গর্বের৷ কারণ তার বাবা আয়ুষ্মান খুরানা৷ তিনি এই মুহূর্তে বলিউডের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম৷ তার পরবর্তী ছবি শুভ মঙ্গল জ্যায়দা সাবধান৷ সমকামীতা নিয়ে এই ছবি৷ দুই পুরুষের প্রেম নিয়ে এই ছবি৷ অয়ুষ্মান ও জিতেন্দ্র কুমারের প্রেম দেখা যাবে ছবিতে৷ এমনকী দু’জনের চুমুও পর্দায় উঠে আসবে৷ এই ছবি নিয়ে অভিনেতা আয়ুষ্মানের ছেলে মেয়ের কোনও সমস্যা হবে না তো? তা নিশ্চিত করতেই আয়ুষ্মানের স্ত্রী তাহিরা প্রশ্ন করেছিলেন তাদের ৮ বছরের ছেলেকে৷
advertisement
ছেলের জানিয়ে দেয় যে সমকামীতায় তো কোনও সমস্যা নেই৷ এটা তো অস্বাভাবিক নয়৷ ছেলের এমন উত্তর শুনে মা বুঝলেন যে সেও অনেক পরিণত হয়েছে৷ তাই তো মায়ের চোখে জল এল৷শুধু বাবা অভিনেতা নন, মায়ের ক্যান্সার লড়াইয়ের সাক্ষীও তারা৷ তাই হয়ত এতটা উদার ও পরিণত হয়েছে আয়ুষ্মানের ছেলে৷ এমন সাহসী ছেলেকে নিয়ে যা লিখলেন অয়ুষ্মান পত্নী৷