আরও পড়ুন বিক্রি হয়ে গেল কিশোর কুমারের বাংলো, হেরিটেজ সাইট ঘোষণার দাবি ভক্তদের
advertisement
বিগ বস ১০-এর প্রতিযোগী হিসেবে তিনি ছিলেন জনপ্রিয় ৷ বিগ বসের সেটেই অন্য প্রতিযোগী বিক্রান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর বিয়ে তো সর্বভারতীয় স্তরে সম্প্রচারও হয়েছিল ৷ সেই মোনালিসা ওরফে অন্তরা ভোজপুরী ইন্ডাস্ট্রির অত্যন্ত পপুলার নায়িকা ৷ তিনি এখন বাংলা কাঁপাতে এসেছেন ৷
আরও পড়ুন পজিটিভ থাকতে চান ? টিপস দিলেন সায়ন্তিকা
এই প্যাচপ্যাচে গরমে তাঁর মনে লেগেছে রং, যেই রং তিনি ছড়িয়ে দিচ্ছেন তাঁর ফ্যানেদের মধ্যে ৷ সেই ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায় ৷ বারবার যেমন কালবৈশাখীর সাক্ষী থাকছে শহরবাসী ঠিক তেমনই এই বৌদি ঝড়ের জন্যও তৈরি হয়ে যান ৷