পজিটিভ থাকতে চান ? টিপস দিলেন সায়ন্তিকা
Last Updated:
#কলকাতা: জীবন কত কিছুই না শেখায় রোজ রোজ ৷ তবে, জীবনে তো ওঠা-পড়া লেগেই থাকে ৷ আর সেই ওঠা-পড়া, ভাঙা-গড়া সামলে নিয়ে যে এগিয়ে চলতে পারে তিনিই সফল হল এ জীবনে ৷
বর্তমানে জীবন তো জটিল থেকে জটিলতর হয়ে উঠছে ক্রমশই ৷ তবে এই জটিলতা থেকে বেরিয়ে আসতে কত শত চিন্তা মাথা জুড়ে ৷ রোজকার জীবনে একটু স্ট্রেস কমানোর হদিশ জানতে সবাই-ই উদগ্রীব ৷
advertisement
advertisement
বাইরে থেকে ঝা চকচকে দেখালেও, গ্ল্যামার দুনিয়ার অন্দরের কাহিনি খুবই জটিল ৷ সিনেমার মতোই রোমাঞ্চকর ৷ সাপ-সিঁড়ির খেলার মতোই গ্ল্যামার জগতে টিকে থাকার গল্প ৷ চরম প্রতিযোগিতা আর চূড়ান্ত পেশাদারিত্বের মধ্যে দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান পায় মানবিকতা ৷ তবুও জীবন তো থেমে থাকে না ৷ জীবন গতিশীল ৷ এই চলমান জীবনে নিজেকে কী করে মানিয়ে নেবেন ? কীভাবে আপনার জীবনযাাত্রা আরও উন্নততর হয়ে উঠবে এ সব নিয়েই খানিকটা টিপস দিলেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
#Uma #pose #loveforsaree A post shared by Sayantika Banerjee (@iamsayantikabanerjee) on
advertisement
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সায়ন্তিকা ৷ সেই ছবির ক্যাপশনেই জীবনে পজিটিভ থাকার কুল ফান্ডাটি দিয়েছেন তিনি ৷ সায়ন্তিকা লিখেছেন, ‘‘গতকালের থেকে শিক্ষা নিন ৷ আজ বাঁচুন ৷ আর আগামিকালের জন্য আশায় থাকুন ৷’’
সম্প্রতি সায়ন্তিকা অভিনয় করেছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘উমা’ছবিতে ৷ আগামী ১ জুন মুক্তি পেতে চলেছে এই ছবি ৷
Location :
First Published :
May 21, 2018 3:16 PM IST