হাতে হাত দিয়ে দু’জনে হেঁটে চলেছেন রাস্তা, সোনম ও আনন্দ৷ এমনই একটি ছবি পোস্ট করেন আনন্দ৷ তিনি লেখেন যেহেতু বিবাহবার্ষিকীকে কোনও কিছু জানানো হয়নি, তাই এখন এই পোস্ট৷ এতেই সোনম খুব সুন্দর একটি কমেন্ট করেন৷ তিনি লেখেন...লাভ ইউ, লাভ ইউ, এখন বিছানায় এসো!
advertisement
এই লেখাতেই একেবারে সব নেটাগরিকদের মন জয় করে নেন সোনম৷ এই দুষ্টু মিষ্টি কমেন্টের মাধ্যমেই তিনি বুঝিয়ে দিলেন যে কতটা তিনি কতটা ডুবে রয়েছেন আনন্দের প্রেমে! তারপর থেকেই সোনমের এই লেখা নিয়ে শুরু হয়েছে মজাদার চর্চা৷
এর আগে একটি সাক্ষাৎকারে আনন্দ জানিয়েছেন যে, দু’দেশে থাকলেও একসঙ্গে চেষ্টা করেন নৈশ্যভোজ করার৷ কারণ বিয়ে মানে শুধু দু’টি মানুষ কাছাকাছি আসা নয়, একসঙ্গে দু’জনের টিকে থাকাও৷
সোনম ও জানান যে আনন্দ ও তাঁর বেড়ে ওঠার ধরন একেবারেই আলাদা ছিল৷ এবং সেই কারণেই তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়৷ তাঁদের মধ্যে বন্ধনও অটুট৷