অমিতাভের এমন ছবি দেখে অনেকই আপ্লুত৷ তাঁর ভক্তরা তো বটেই, ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই মন্তব্য রেখেছেন এই ছবিতে৷ অমিতাভের নিজের ঘর থেকেও এসেছে কমেন্ট(Amitabh Bachchan post comment)৷ মেয়ে স্বেতা লিখেছেন লাভ ইউ বোথ, অর্থাৎ দু’জনকেই খুব ভালবাসি৷ এরই পাশাপাশি স্বেতার মেয়ে এবং অমিতাভ নাতনি লাভ ইমোজি দিয়েছেন এই ছবিতে৷ তিনি বুঝিয়ে দিয়েছেন যে দাদু-দিদা দু’জনেই তার খুব আদরের পাত্র-পাত্রী! নব্যা নভেলির (Amitabh grand daughter Navya Naveli Nanda) এই কমেন্টে বেশ সাড়া মিলেছে৷
advertisement
যে বছর বানসি অউর বিরজু মুক্তি পায়, সে বছরই মুক্তি পায় এক নজর৷ তবে এই ছবিগুলি একেবারেই চলেনি বক্সঅফিসে৷ এরপর দু’জনে জঞ্জির ছবিতে অভিনয় করেন৷ যা ছিল সুপারহিট৷ জঞ্জির ছবির পর বিয়ে করেন অমিতাভ-জয়া (Amitabh-Jaya marriage)৷ এরপর একসঙ্গে তাঁরা অভিনয় করেছেন অভিমান, চুপকে চুপকে, মিলি, শোলে ছবিতে৷ যদিও বিয়ের পর ছবিতে কাজ একেবারেই কমিয়ে দিয়েছিলেন জয়া৷
অমিতাভ-জয়ার বিয়ে(Amitabh-Jaya marriage) হয় ৩ জুন ১৯৭৩৷ কীভাবে চট জলদি বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন দু’জনে সেকথা নিজেই জানিয়েছিলেন অমিতাভ৷ জঞ্জির-এর সাফল্যের পর অমিতাভ লন্ডনে বেড়াতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন৷ তবে তাঁর বাবা-মা জানিয়ে দেন যে জয়াকে বিয়ে করলেই তবে একসঙ্গে তাঁরা বিলেতে বেড়াতে যাওয়ার অনুমতি দেবেন৷ সেই কথা মতো তড়িঘড়ি জয়াকে বিয়ে করেন অমিতাভ, তারপর উড়ে যান লন্ডনে!