শনিবার সকালে সামন্থাকে (Samantha) দেখা গেল তিরুপতি বালাজি মন্দিরে (Tirupati Mandir)৷ তিনি ছিলেন পুরো ভারতীয় পোশাকে৷ মন্দিরে হেঁটে ঢুকছিলেন নায়িকা৷ পাশে ছিল তাঁর নিরাপত্তারক্ষীরা৷ তাঁর পিছনে ছিলেন এক সাংবাদিক এবং অভিনেত্রীকে সেই সময় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন (Viral Video)৷
advertisement
এতেই মেজাজ হারান সামন্থা৷ কারণ এতদিন এসব নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি তিনি৷ ফলে সাংবাদিকদের প্রশ্নে তিনি বেশ বিরক্ত হন৷ এবং সাংবাদিককে খুব কড়া উত্তর দেন তিনি৷ যার ভিডিওটি ভাইরাল হয়েছে৷ স্থানীয় ভাষায় তিনি উত্তর দেন৷ তিনি বলেন, মন্দিরে এমন প্রশ্ন করছেন? কোনও আক্কেল আছে আপনার?
এতেই ভক্তরা খুব আপ্লুত৷ কারণ সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে না গিয়ে বা পাত্তা না দিয়ে তিনি প্রতিবাদ করেছেন৷ নেটিজেনরা এতেই মজা পেয়েছে৷ কারণ তাদের বক্তব্য যে নায়িকাকে সামনে পেয়ে স্থান কাল পাত্র বিবেচনা না করেই এভাবে তাঁকে প্রশ্নবাণে জর্জরিত করা হয়েছে, যা খুবই নিম্নরুচির পরিচয় দিয়েছে৷ বলছেন নেটিজেনরা৷ ফলে সামন্থা সঠিক উত্তর দিয়ে সঠিক কাজ করেছেন৷ বলছেন সকলে৷
আপাতত কাথুভাকুলা রেন্ডু কাধালের কাজ শেষ করলেন সামন্থা৷ পুদুচেরিতে ছিল শ্যুট৷ এই ছবিতে ছিলেন বিজয় সেথুপতি এবং নয়নতারা৷ এছাড়াও গুণশেখরের শাকুন্তলম ছবিটি করার কথা রয়েছে তাঁর৷ ফ্যামিলি ম্যান ২-এ রাজির ভূমিকায় সামন্থার অভিনয় খুব প্রশংসিত হয়েছে৷