কিন্তু তাঁরই ছবি আর ভিডিওতে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া । যেমনটা ভাবছেন মোটেই বিষয়টা তেমন নয় । আসলে ইনি ঐশ্বর্যর যমজ বোন নন ঠিকই, তবে তাঁকে স্বাচ্ছন্দ্যে রাই সুন্দরীর যমজ বোন বলে চালিয়ে দেওয়া যায় । তাঁদের এতটাই একরকম দেখতে । দক্ষিণী এই টিকটক স্টারের নাম আম্মুজ আমরুথা । ২০০০ সালে মুক্তি পাওয়া ঐশ্বর্যর একটি তামিল ছবি ‘কান্দুকোন্দেন কান্দুকোন্দেন’-এর একটি জনপ্রিয় ডায়লগ টিকটকে অভিনয় করেছেন আমরুথা ।
advertisement
ছবিটিতে ঐশ্বর্য ছাড়াও ছিলেন অজিত কুমার ও তব্বু । গত ৪ মে ছবিটি ২০ বছর পূর্ণ করেছে । সেই উপলক্ষ্যেই টিকটক ভিডিওটি করেছেন আমরুথা । নিমেষে আমরুথার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ।
advertisement
Location :
First Published :
June 06, 2020 12:25 PM IST