TRENDING:

Indian Idol 12-র বিজয়ী পবনদীপ রাজন! ট্যুইটারে জোরাল দাবি ভক্তদের...

Last Updated:

এবারের ইন্ডিয়ান আইডলের পর্বে পবনদীপ গেয়েছিলেন কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের (Kishore Kumar-Lata Mangeskar) বিখ্যাত গান রিম ঝিম গিরে সাওন (Rim Jhim Gire Sawan)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অত্যন্ত জনপ্রিয় গানের রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল (Indian Idol 12)৷ এবারও একের পর এক প্রতিভাময়ী প্রতিযোগীদের নিয়ে জমজমাট হয়ে উঠেছে শো৷ বিজয়ী কে হবেন, প্রতিযোগিতায় তা উঠে আশার আগেই পবনদীপকেই (Pawandeep Rajan) বিজয়ীর তকমা দিয়ে দিল দর্শকরা৷ পবনদীপ রাজনের প্রতিটি গানের মধ্যেই যেন থাকে এক অদ্ভুত জাদু৷ তাঁর গায়কিতে মুগ্ধ জনগণ৷ এবারও তাঁর পারফর্মেন্সের পর দর্শকরা খুবই আপ্লুত এবং সোশ্যাল মিডিয়ায় দাবি রাখা হল পবনদীপকেই এই শোয়ের জয়ী হিসেবে ঘোষণা করার!
advertisement

এবারের ইন্ডিয়ান আইডলের পর্বে পবনদীপ গেয়েছিলেন কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের (Kishore Kumar-Lata Mangeskar) বিখ্যাত গান রিম ঝিম গিরে সাওন (Rim Jhim Gire Sawan)৷ ১৯৭১-র মনজিল (Manjil) ছবির গান এটি৷ এবং এখনও সমানভাবে জনপ্রিয়৷ এই গানটি গেয়ে আবারও দর্শদের মন জিতেছেন পবনদীপ এবং দর্শকরাও তাঁর জয়ী করার দাবি জানিয়েছে ট্যুইটারের মাধ্যমে৷ আরও বেশি করে পবনদীপকে ভোট দিয়ে জয়ী করার আর্জিও রেখেছে তারা৷

advertisement

advertisement

advertisement

advertisement

এসেবর মাঝে পবনদীপ সম্প্রতি নিজের শহরে গিয়েছিলেন৷ সেখানে তাঁর দেখা হয় রাজ্যের (উত্তরাখণ্ড) প্রাক্তন মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াতের (Pawandeep Rawat meets Tirth Singh Rawat) সঙ্গে৷ তাঁর সঙ্গে দেখা করে খুবই খুশি পবনদীপ৷ ইন্ডিয়ান আইডলের মঞ্চ তাঁকে অনেক সম্মান দিয়েছে বলে জানিয়েছেন পবনদীপ৷ এই মঞ্চ আমায় যে দিয়েছে, তা ভোলার নয় এবং আমার প্রাপ্যের থেকে অনেক বেশিই পেয়েছি আমি এই প্রতিযোগিতার হাত ধরে৷ অনেক ভালবাসা, সম্মান এবং স্বীকৃতি পেয়েছি আমি, জানিয়েছেন পবনদীপ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়াও তেমনই এক মুহূর্ত বলে মনে করেন মঞ্চ মাতানো এই গায়ক৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Indian Idol 12-র বিজয়ী পবনদীপ রাজন! ট্যুইটারে জোরাল দাবি ভক্তদের...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল