পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই লাইকের সংখ্যা পাঁচ লক্ষ ছাড়িয়েছে৷ অর্থাৎ ভাইরাল (Viral ) হয়ে গেছে৷ দেখুন সুহানা খানের (Suhana Khan) পোস্ট করা সেই ভাইরাল (Viral ) পোস্ট৷
আশা করা হচ্ছে মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে শুক্রবার কিম্বা শনিবার জেল থেকে বাড়ি ফিরবেন৷ বোম্বে হাইকোর্টে এই ড্রাগকেস তিন সপ্তাহ ধরে সংবাদমাধ্যমের শিরোনাম ছিনিয়ে নিয়েছে৷ পাশাপাশি এই কেস নিয়ে সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনার এই নিয়ে দুপক্ষই সরগরম করে রেখেছিল৷
আরও পড়ুন - West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, কী বলছে পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট
মুম্বইতে কোর্টের বাইরে জানিয়েছিলেন, ‘‘ মহামান্য আদালত তাঁকে জামিন দিয়েছে তিন পিটিশনার আশা করা যায় শুক্রবার কিম্বা শনিবার চলে আসবেন৷’’ প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি আরিয়ানের আইনজীবীর দায়িত্ব পালন করেন৷ মুম্বইতে তিনিই রিপোর্টারদের খবর দেন৷
আরও পড়ুন - এই Diwali-তে Modi Government দিচ্ছে আপনাকে বড় উপহার, নিজের EPFO অ্যাকাউন্ট চেক করছেন তো
আরিয়ান খান (Aryan Khan), শাহরুখ খানের (Shah Rukh Khan) জেষ্ঠ্য পুত্রকে ২ অক্টোবর গ্রেফতার করেছিল , তার সঙ্গে আরও অনেকে ছিলেন৷ মুম্বইয়ে আরব সাগরে একটি ক্রুজের পার্টিতে মাদক সেবন ও মাদক রাখার জন্যে তাঁকে গ্রেফতার করা হয়৷
দ্য নারকোটিক কন্ট্রোল ব্যুরো (The Narcotic Control Bureau) একটি রেড করেছিল৷ সেখানেই অভিযোগ আরিয়ান খান নিয়মিত ড্রাগ সাপ্লায়ার৷
বলিউড বাদশার ছেলে অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি জানিয়েছেন তল্লাশির সময়ে তাঁর কাছে কোনও ড্রাগ পাওয়া যায়নি৷ সোশ্যাল মিডিয়ায় শাহরুখ পুত্রের সমর্থণে ও বিপক্ষে প্রচুর মত তৈরি হয়ে ট্রেন্ডিং হয়ে গিয়েছিল৷
এদিকে শাহরুখ পুত্রের বেলের ঘটনায় খুশি একাধিক তারকা নিজেদের আবেগের বহিঃপ্রকাশ করেছেন৷ আর মাধবন আরিয়ান খান ছাড়া পাওয়ার পর বলেন , "Thank god," "As a father I am so relieve’’- ভগবানকে ধন্যবাদ, আমি বাবা হিসেবে স্বস্তি পেয়েছি৷’’