এই Diwali-তে Modi Government দিচ্ছে আপনাকে বড় উপহার, নিজের EPFO অ্যাকাউন্ট চেক করছেন তো

Last Updated:
কেন্দ্র সরকার ৬.৫ কোটি মানুষকে দিওয়ালির জন্য শানদার উপহার (Diwali Gift) দিয়েছে ৷ আসলে কর্মচারী ভবিষ্য নিধি সংগঠন বা ইপিএফও (EPFO) সাবস্ক্রাইবারের (PF Subscribers) অ্যাকাউন্টে সুদ (PF Interest) ট্রান্সফারের কাজ শুরু করে দিয়েছে৷
1/6
#কলকাতা: কেন্দ্র সরকার ৬.৫ কোটি মানুষকে দিওয়ালির জন্য শানদার উপহার (Diwali Gift)  দিয়েছে ৷ আসলে কর্মচারী ভবিষ্য নিধি সংগঠন বা ইপিএফও (EPFO) সাবস্ক্রাইবারের (PF Subscribers) অ্যাকাউন্টে সুদ  (PF Interest) ট্রান্সফারের কাজ শুরু করে দিয়েছে৷ আপনি যদি পিএফ অ্যাকাউন্ট হোল্ডার হন তাহলে চেক করে নিন আপনি এখনও সেই টাকা পেয়েছেন কিনা? জেনে নিন কীভাবে চেক করবেন পিএফের ব্যালান্স  (Know how to check PF Balance) ৷
#কলকাতা: কেন্দ্র সরকার ৬.৫ কোটি মানুষকে দিওয়ালির জন্য শানদার উপহার (Diwali Gift) দিয়েছে ৷ আসলে কর্মচারী ভবিষ্য নিধি সংগঠন বা ইপিএফও (EPFO) সাবস্ক্রাইবারের (PF Subscribers) অ্যাকাউন্টে সুদ (PF Interest) ট্রান্সফারের কাজ শুরু করে দিয়েছে৷ আপনি যদি পিএফ অ্যাকাউন্ট হোল্ডার হন তাহলে চেক করে নিন আপনি এখনও সেই টাকা পেয়েছেন কিনা? জেনে নিন কীভাবে চেক করবেন পিএফের ব্যালান্স (Know how to check PF Balance) ৷
advertisement
2/6
মোদি সরকার  (Modi Government) প্রথমেই আর্থিকবর্ষ ২০২০-২১-র জন্য পিএফে ৮.৫ শতাংশ সুদে  (PF Interest Rate) সবুজ সংকেত দিয়েছিল৷ শ্রম ও রোজগার মন্ত্রক (Labour Ministry) এই সিদ্ধান্তে সহমত দিয়েছিল৷ এখন ইপিএফও সাবস্ক্রাইবারদের অ্যাকাউন্টে ৮.৫ শতাংশ সুদ জমা পড়ছে৷ যদি আপনি চাকরি করেন এবং প্রভিডেন্ট ফান্ড কাটে কাহলে ৪ টি সহজ কিস্তিতে নিজের পিএফ ব্যালান্স চেক করে নিতে পারবেন৷
মোদি সরকার (Modi Government) প্রথমেই আর্থিকবর্ষ ২০২০-২১-র জন্য পিএফে ৮.৫ শতাংশ সুদে (PF Interest Rate) সবুজ সংকেত দিয়েছিল৷ শ্রম ও রোজগার মন্ত্রক (Labour Ministry) এই সিদ্ধান্তে সহমত দিয়েছিল৷ এখন ইপিএফও সাবস্ক্রাইবারদের অ্যাকাউন্টে ৮.৫ শতাংশ সুদ জমা পড়ছে৷ যদি আপনি চাকরি করেন এবং প্রভিডেন্ট ফান্ড কাটে কাহলে ৪ টি সহজ কিস্তিতে নিজের পিএফ ব্যালান্স চেক করে নিতে পারবেন৷
advertisement
3/6
মিসড কলের মাধ্যমে  নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর 011-22901406  মিসড কল দিন৷ এরপর ইপিএফও থেকে মেসেজ পাবেন৷ সেখানেই আপনি পিএফ অ্যাকাউন্টের সব ডিটেল পেয়ে যাবেন৷ এরজন্য জরুরি আপনার ইউএএন (UAN) -র সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) এবং প্যান নম্বর (PAN)  এবং আধার  (Aadhaar) লিঙ্কড হতে হবে৷
মিসড কলের মাধ্যমে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর 011-22901406 মিসড কল দিন৷ এরপর ইপিএফও থেকে মেসেজ পাবেন৷ সেখানেই আপনি পিএফ অ্যাকাউন্টের সব ডিটেল পেয়ে যাবেন৷ এরজন্য জরুরি আপনার ইউএএন (UAN) -র সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) এবং প্যান নম্বর (PAN) এবং আধার (Aadhaar) লিঙ্কড হতে হবে৷
advertisement
4/6
এসএমএসের মাধ্যমে  যদি আপনার ইউএএন -ইপিএফতো রেজিস্টার্ড হয় তাহলে লেটেস্ট কন্ট্রিবিউশন এবং পিএফ ব্যালেন্সের বিষয়ে মেসেজ পেয়ে যাবেন৷ এরজন্য 7738299899 তে  EPFOHO UAN ENG লিখে পাঠাতে হবে৷ শেষ তিনটি অক্ষর ভাষা লিখে দিন৷ এই পরিষেবায় ইংরাজি, পাঞ্জাবি, মারাঠি, হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালাম ও বাংলাতে৷ এই এসএমএস নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকেই পাঠাতে হবে৷
এসএমএসের মাধ্যমে যদি আপনার ইউএএন -ইপিএফতো রেজিস্টার্ড হয় তাহলে লেটেস্ট কন্ট্রিবিউশন এবং পিএফ ব্যালেন্সের বিষয়ে মেসেজ পেয়ে যাবেন৷ এরজন্য 7738299899 তে EPFOHO UAN ENG লিখে পাঠাতে হবে৷ শেষ তিনটি অক্ষর ভাষা লিখে দিন৷ এই পরিষেবায় ইংরাজি, পাঞ্জাবি, মারাঠি, হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালাম ও বাংলাতে৷ এই এসএমএস নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকেই পাঠাতে হবে৷
advertisement
5/6
ইপিএফও -র মাধ্যমে  এর জন্যে আপনাকে ইপিএফও -র ওয়েবসাইটে যেতে হবে  এখানে Employee Centric Services -এ ক্লিক করে  এখানে View Passbook -এ ক্লিক করতে হবে  পাসবুক দেখার জন্য UAN থেকে লগ ইন করুন
ইপিএফও -র মাধ্যমে এর জন্যে আপনাকে ইপিএফও -র ওয়েবসাইটে যেতে হবে এখানে Employee Centric Services -এ ক্লিক করে এখানে View Passbook -এ ক্লিক করতে হবে পাসবুক দেখার জন্য UAN থেকে লগ ইন করুন
advertisement
6/6
উমঙ্গ অ্যাপের মাধ্যমে  নিজের উমঙ্গ অ্যাপ (Unified Mobile Application for New age Governance)  খুলুন আর ইপিএফও তে ক্লিক করুন, নিজের ইউএএন নম্বর আর পাসওয়ার্ডে (OTP) ভরুন৷ ওটিপি রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে৷ এরপরে নিজের পিএফ ব্যালেন্স চেক করুন৷
উমঙ্গ অ্যাপের মাধ্যমে নিজের উমঙ্গ অ্যাপ (Unified Mobile Application for New age Governance) খুলুন আর ইপিএফও তে ক্লিক করুন, নিজের ইউএএন নম্বর আর পাসওয়ার্ডে (OTP) ভরুন৷ ওটিপি রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে৷ এরপরে নিজের পিএফ ব্যালেন্স চেক করুন৷
advertisement
advertisement
advertisement