এ আর রহমানকে এখন আর সেভাবে বলিউডের ছবির জন্য গান কম্পোজ করতে দেখা যায় না ৷ তামিল ছবিতেই বেশি কাজ করছেন তিনি ৷ রেডিও মির্চির সাক্ষাৎকারে এ আর রহমানকে প্রশ্ন করা হয়, কেন তিনি আর সেভাবে বলিউডের জন্য মিউজিক কম্পোজ করেন না ? তার নামে নাকি অনেক গুজব ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতে ৷ উত্তরে রহমান জানান, ‘‘ আমি কখনই ভাল ছবিতে কাজ করার অফারকে না বলি না ৷ কিন্তু আমার মনে হয় কোনও গ্যাং (দল) রয়েছে ৷ যারা অনেক ভুল বোঝাবুঝি তৈরি করছে ৷ তারাই মিথ্যে গুজব ছড়াচ্ছে ৷ ’’
advertisement
দিল বেচারা ছবির প্রচার করতে গিয়ে তিনি বলেন যে, ‘‘ ছবির পরিচালক মুকেশ ছাবড়া যখন আমার কাছে আসেন ৷ তখন দু’দিনের মধ্যেই চারটি গান কম্পোজ করে ওকে দিই ৷ মুকেশ তখন আমাকে জানান, স্যর আপনার সম্পর্কে তো অনেকেই অনেক কিছু এতদিন বলেছিলেন ৷ অনেকেই পরামর্শ দিয়েছিলেন আপনার কাছে না যেতে ৷ একাধিক গল্প শুনিয়েছেন তাঁরা আমাকে ৷ ’’ এরপর রহমান বলেন, ‘‘ মুকেশের কথা শুনেই বুঝতে পারি, কেন আমার কাছে আর বলিউডের বেশি কাজ আসে না ৷ কোনও এক গোষ্ঠী কাজ করছে ৷ যাদের জন্য হয়তো আমি কাজ বেশি পাচ্ছি না বলিউডে ৷ তবে আমি ঈশ্বরে বিশ্বাসী ৷ আমি অন্য অনেক কাজ করছি ৷ কিন্তু সবাইকে বলছি সুন্দর ছবি বানান এবং আমার কাছে আপনারা সবসময় আসতে পারেন ৷ ’’
এই কথা শুনেই কঙ্গনা নিজের প্রতিক্রিয়া দেন৷ তিনি ফের বলেন যে, বলিউডে যাঁরা নিজের সত্ত্বায় বা নিজের মতো করে কাজ করতে চান, তাদেরকে হেনস্থা করা হয়, অপমানের মুখে পড়তে হয় তাঁদের৷ ফের একবার বলিউডের পক্ষপাতিত্ব ও কাজ পাইয়ে দেওয়ার সুযোগের বিষয়ে অভিযোগ করেন কঙ্গনা৷