ইনস্টাগ্রামে নিজেদের বেশ কিছু মজার ছবি শেয়ার করেছেন অভিনেতা। সেই ছবিগুলিতে আমিরের পরিবারের সদস্যদের দেখা যাচ্ছে বিখ্যাত ‘অ্যাসটেরিক্স’ কমিক্সের নানা চরিত্রে। আমির-পুত্র ছোট্ট আজাদকে দেখা যাচ্ছে অ্যাসটেরিক্সের বেশে। আমির ও তাঁর স্ত্রী কিরণ রাও সেজেছেন যথাক্রমে ওবেলিক্স ও গেটাফিক্স। আরও মজার হল, তাঁদের পোষ্য কুকুরও আছে এই ছবিগুলিতে। ওবেলিক্সরূপী আমিরের কোলের কুকুরটিকে দেওয়া হয়েছে ওবেলিক্সেরই পোষ্যের নাম, ‘ডগম্যাটিক্স’।
advertisement
বন্ধুদের জন্য আজাদের দেওয়া ‘অ্যাসটেরিক্স’ থিম পার্টির আয়োজনেই তার বাবা-মায়ের এমন সাজ বলে জানা গিয়েছে। আরও মজা করে কিরণ আজাদকে খাইয়ে দিচ্ছেন, এমন একটি ছবি পোস্ট করে আমির লিখেছেন যে, “অ্যাসটেরিক্স তার শক্তি বাড়ানোর স্যুপ খাচ্ছে। ওবেলিক্স এখনও অপেক্ষায়।”
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 26, 2018 1:45 PM IST