ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী, নৃত্যশিল্পীকে স্মরণ করল গুগলের ডুডল৷ গুগল সার্চে গেলেই শ্রীদেবীর স্মৃতিতে তৈরি করা ডুডল দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ মুম্বইয়ের শিল্পী ভূমিকা মুখোপাধ্যায় এই ডুডলটি এঁকেছেন ৷ গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, নৃত্যের মাধ্যমে শ্রীদেবীকে শ্রদ্ধা জানানাো হয়েছে৷ ফুলের মাঝখানে নাচের মুদ্রায় ফুটে উঠেছে শ্রী-এর হাসি মুখের ছবি৷ অভিনেত্রীর ৬০-তম জন্মবার্ষিকীতে বিশেষভাবে সেজে উঠল গুগলের হোমপেজ৷ রবিবার সকাল থেকেই নস্টালজিয়ায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷
advertisement
আরও পড়ুন-মন খুলে হাসি অমৃতার, সইফের সঙ্গে ডিভোর্সের পর… বিচ্ছেদের গোপন কথা ফাঁস সারার
আরও পড়ুন-ছিঃ ছিঃ! প্রকাশ্যে ফেসবুকে ‘পর্ন’ ভিডিও পোস্ট, নোবেলের কীর্তি ভাইরাল হতেই তোলপাড় নেটদুনিয়া
মাত্র ৪ বছর বয়সে চলচ্চিত্র জীবন শুরু করেন শ্রীদেবী৷ তামিল ছবি কান্ধন করুনাই দিয়ে অভিনয়ের কেরিয়ার শুরু৷ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতেই বলিউডে পা রাখেন তিনি৷ আট থেকে অষ্টাদশী তার অভিনয়ের ভক্ত৷ সারা ভারতে তার ভক্তের সংখ্যা অগণিত৷ বলিউডে একাধিক সুপারহিট ছবি ভক্তদের উপহার দিয়েছেন অভিনেত্রী৷ একটা সময়ে অভিনয় জগত থেকে দূরে গিয়েও ফের ফিরে আসেন৷ তারপরও নিজের দক্ষতা প্রমাণ করে সকলকে চমকে দেন৷ তারপরেই আসে ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি। দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের বাথরুমের বাথটবে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেত্রীকে৷ শ্রীদেবীর মৃত্যুর খবরে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। মৃ্ত্যুর পর এতগুলো বছর পার হয়ে গেলেও শ্রী-র মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।