TRENDING:

শ্যুটিং ফ্লোরে ভূত, তাড়ালেন সল্লু !

Last Updated:

দেখুন দেখি কি কাণ্ড ! আজকাল সিনেমার শ্যুটিং ছেড়ে, ভূতও তাড়াতে হচ্ছে সলমনকে ! সিনেপর্দায় সলমনের ফুলে ওঠা পেশি দেখে, কেঁপে-ঝেঁপে অস্থির হন ভিলেন দল, আর সেই পেশিকেই এবার ভূত তাড়ানোর কাজে লাগালেন সল্লু মিয়াঁ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দেখুন দেখি কি কাণ্ড ! আজকাল সিনেমার শ্যুটিং ছেড়ে, ভূতও তাড়াতে হচ্ছে সলমনকে ! সিনেপর্দায় সলমনের ফুলে ওঠা পেশি দেখে, কেঁপে-ঝেঁপে অস্থির হন ভিলেন দল, আর সেই পেশিকেই এবার ভূত তাড়ানোর কাজে লাগালেন সল্লু মিয়াঁ ৷ কেসটা ঘটেছে সলমনের নতুন ছবি ‘সুলতান’-এর শ্যুটিং ফ্লোরে ৷
advertisement

রবিবার মধ্যরাতে ‘সুলতান’ ছবির শ্যুটিং শেষে ক্লান্ত হয়ে যে যার মতো হোটেল রুমে ঘুমতে গেলেন ৷ সলমন শুয়ে পড়লেন বাংলোতে ৷ রাত বাড়তেই শ্যুটিং ক্রুয়ের এক সদস্যের চিল চিৎকারে ঘুম ভাঙল সবার ৷ সেই সদস্য নাকি জানলার বাইরে দেখেছেন এক ভূত ! ভূতের কথা কানে গেল সলমনের ৷ সঙ্গে সঙ্গে বাংলো থেকে বেরিয়ে পৌঁছে গেলেন স্পটে ৷ ক্রু মেম্বারের কাছ থেকে সব কথা শুনে, বুঝিয়ে নিজের বাংলোতেও নিয়ে যেতে চাইলেন, আর পুরো শ্যুটিং ক্রুকে আসস্থ করলেন ‘জব সলমন হ্যায়, ডরনা নেহি !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্যুটিং ফ্লোরে ভূত, তাড়ালেন সল্লু !