আরও পড়ুন- আরিয়ানের জামিন সামলে ফের ময়দানে কিং খান! থেমে থাকা শ্যুটিং শুরু করছেন শাহরুখ
এই মন্তব্যগুলি বিষয়ে বলিউড বাবলকে সিদ্ধান্ত বলেন, “আমরা পেশাদার অভিনেতা, আমরা আমাদের সমীকরণ জানি। আমার মনে আছে আমরা যখন এই সিনেমার শ্যুটিং করছিলাম, রণবীর কয়েকদিনের জন্য গোয়ায় এসেছিলেন। আমরা মজা করেছি, পার্টি করেছি। আসলে, যখন আমি এই সিনেমায় সই করি, রণবীরই হলেন সেই প্রথম ব্যক্তি যাকে আমি ফোন করেছিলাম এবং রণবীর সত্যিই খুব খুশি হয়েছিলেন। সেই গালি বয়ের সময় থেকেই আমাকে ভালোবাসেন রণবীর। তিনি জীবনে আমাকে বহু পরামর্শও দিয়েছেন। তাই সবটা একেবারেই ঠিক ছিল। দীপিকাও একজন পেশাদার শিল্পী। মানুষ এইসব বললে আর কীই বা করা যাবে? আমরা তো আমাদের কাজ করে যাচ্ছি, ব্যাস।”
advertisement
আরও পড়ুন- বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন বিক্রান্ত মাসসি-শীতল ঠাকুর! নবদম্পতির বিয়ের ছবি ভাইরাল
সিদ্ধান্ত অবশ্য জানিয়েছিলেন, এই অন্তরঙ্গ দৃশ্যগুলিতে নিজেকে ঢেলে দিতে তাঁর অনেকটাই সময় লেগেছে। “আমি মনে করি, আমাদের একজন ইন্টিমেসি ডিরেক্টর থাকার ফলে সহজ ও মার্জিতভাবে শ্যুটটা করা গেছে। আমার জন্য সামান্য সময় লেগেছে কিন্তু সহজেও হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ দর্শকদের শক দেওয়ার জন্য দৃশ্যগুলো ছিল না. এটা চলচ্চিত্রেরই একটি অংশ ছিল। এখন সিনেমাটি আপনারা দেখেছেন, আপনারা জানেন যে জোর করে এই দৃশ্য ঢোকানো হয়নি। গল্প এই ঘনিষ্ঠতা দাবি করে,” বলেন সিদ্ধান্ত।
গেহরাইয়া সিনেমার মূলে রয়েছে দীপিকা পাড়ুকোন অভিনীত আলিশা চরিত্রটি। আলিশা এমন একজন মহিলা যিনি নিজের ছয় বছরের লিভ-ইন সম্পর্কে, নিজের একঘেয়ে জীবন নিয়ে আটকে পড়েছেন। বোন টিয়ার (অনন্যা পান্ডে) বাগদত্তা জেইনের সঙ্গে একটি সম্পর্কে হঠাৎ করেই জড়িয়ে পড়ে আলিশা। জেইনের চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী।