দিন কয়েক আগে শোলাঙ্কি একটি ছবি পোস্ট করেছিলেন নিজের। ক্রপ টপ আর জিনস পরে। উপরে শীতের পোশাক। চুল বাঁধা আলুথালু ভাবে। চোখে সানগ্লাস। ছবিটি দেখলেই স্পষ্ট বোঝা যাবে, তল পেটে একটি দাগ। কিসের দাগ সেটি? ছবিটি তুলেছেন পর্দায় তাঁর দেওর, অর্থাৎ 'গাঁটছড়া' ধারাবাহিকের অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।
ছবি দিয়ে শোলাঙ্কি লিখেছেন, 'কেউ কেউ যেমন গয়না পরে, আমি তেমন ভাবেই ক্ষতচিহ্ন গায়ে পরি। এগুলো আমায় সেই সব গভীর আঘাতের কথা মনে করিয়ে দেয়। যেগুলোর সঙ্গে লড়াই করে আজ আমি জিতেছি। যা ঘটে, নির্দিষ্ট কোনও কারণেই ঘটে। আর সেই ঘটনাগুলোই আমাকে আজ আমি বানিয়েছে।'
আরও পড়ুন: একরাশ নস্টালজিয়া নিয়ে ফিরতে চলেছে 'ইচ্ছে নদী'? বিক্রমের উত্তর চমকে দেবে!
আরও পড়ুন: 'ব্রাউন সুগার, পাতি বাংলায় কয়েকটা পাতা আর...', নেশায় ডুবে থাকা অনিন্দ্যর লড়াই
সম্ভবত কখনও কোনও এক সময়ে তাঁর শরীরের ওই অংশ পুড়ে গিয়েছিল। কিন্তু কীভাবে বা কী ঘটেছিল, তা জানা যায়নি। 'গাঁটছড়া'র 'খড়ি'র এই পদক্ষেপে মুগ্ধতা প্রকাশ করলেন ইন্ডাস্ট্রির বন্ধুরা। অনিন্দ্য থেকে শুরু করে শ্রীমা ভট্টাচার্য, সোহিনী সরকার, রূপাঞ্জনা মিত্র, সোহিনী গুহ রায় প্রমুখ।