TRENDING:

Solanki Roy: গভীর আঘাতের সঙ্গে লড়াই করে জিতেছি... শোলাঙ্কির পেটে কিসের দাগ? স্পষ্ট ক্ষতচিহ্ন

Last Updated:

Solanki Roy: কৃত্রিমতার বেড়া ভাঙলেন টলিপাড়ার শোলাঙ্কি। প্রকাশ্যে এলেন নিজেকে নিয়ে। একেবারে অকৃত্রিম, রক্তমাংসের মানুষ হয়ে। 'নিখুঁত' থাকার মানদণ্ডকে চ্যালেঞ্জ জানালেন সরাসরি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তিনি নায়িকা। তিনি পর্দায় আবির্ভূত হন বিভিন্ন চরিত্র হয়ে। তিনি গ্ল্যামার দুনিয়ার বাসিন্দা। আর তাই 'নিখুঁত' হওয়ার দাবি যেন অলিখিত। এবার সেই কৃত্রিমতার বেড়া ভাঙলেন টলিপাড়ার শোলাঙ্কি রায়। প্রকাশ্যে এলেন নিজেকে নিয়ে। একেবারে অকৃত্রিম, রক্তমাংসের মানুষ হয়ে। 'নিখুঁত' থাকার মানদণ্ডকে চ্যালেঞ্জ জানালেন সরাসরি।
শোলাঙ্কি রায়
শোলাঙ্কি রায়
advertisement

দিন কয়েক আগে শোলাঙ্কি একটি ছবি পোস্ট করেছিলেন নিজের। ক্রপ টপ আর জিনস পরে। উপরে শীতের পোশাক। চুল বাঁধা আলুথালু ভাবে। চোখে সানগ্লাস। ছবিটি দেখলেই স্পষ্ট বোঝা যাবে, তল পেটে একটি দাগ। কিসের দাগ সেটি? ছবিটি তুলেছেন পর্দায় তাঁর দেওর, অর্থাৎ 'গাঁটছড়া' ধারাবাহিকের অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়

ছবি দিয়ে শোলাঙ্কি লিখেছেন, 'কেউ কেউ যেমন গয়না পরে, আমি তেমন ভাবেই ক্ষতচিহ্ন গায়ে পরি। এগুলো আমায় সেই সব গভীর আঘাতের কথা মনে করিয়ে দেয়। যেগুলোর সঙ্গে লড়াই করে আজ আমি জিতেছি। যা ঘটে, নির্দিষ্ট কোনও কারণেই ঘটে। আর সেই ঘটনাগুলোই আমাকে আজ আমি বানিয়েছে।'

advertisement

আরও পড়ুন: একরাশ নস্টালজিয়া নিয়ে ফিরতে চলেছে 'ইচ্ছে নদী'? বিক্রমের উত্তর চমকে দেবে!

আরও পড়ুন: 'ব্রাউন সুগার, পাতি বাংলায় কয়েকটা পাতা আর...', নেশায় ডুবে থাকা অনিন্দ্যর লড়াই

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সম্ভবত কখনও কোনও এক সময়ে তাঁর শরীরের ওই অংশ পুড়ে গিয়েছিল। কিন্তু কীভাবে বা কী ঘটেছিল, তা জানা যায়নি। 'গাঁটছড়া'র 'খড়ি'র এই পদক্ষেপে মুগ্ধতা প্রকাশ করলেন ইন্ডাস্ট্রির বন্ধুরা। অনিন্দ্য থেকে শুরু করে শ্রীমা ভট্টাচার্য, সোহিনী সরকার, রূপাঞ্জনা মিত্র, সোহিনী গুহ রায় প্রমুখ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Solanki Roy: গভীর আঘাতের সঙ্গে লড়াই করে জিতেছি... শোলাঙ্কির পেটে কিসের দাগ? স্পষ্ট ক্ষতচিহ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল