কঙ্গনার কথায় ছবিটি এতই নাকি খারাপ হবে যে ছবির বাজেট অর্থাৎ ২০০ কোটি টাকা পুড়ে ছাই হয়ে যাবে। কঙ্গনার মতে এই ছবির কাস্টিংই ছবি মুখ থুবড়ে পড়ার কারণ হয়ে দাঁড়াবে। আলিয়ার পাশাপাশি নাম না করে মহেশ ভাটকেও আক্রমণ করেছেন কঙ্গনা।
ইনস্টা স্টোরিতে কঙ্গনা লিখেছেন, "এই শুক্রবার বক্স অফিসে ২০০ কোটি টাকা পুড়ে ছাই হয়ে যাবে। একজন পাপা (মুভি মাফিয়া ড্যাডি) কি পরীর জন্য যে ব্রিটিশ পাসপোর্ট রাখতে রাখতে পছন্দ করে। কারণ পাপা প্রমাণ করতে চায় যে রমকম বিম্বো (Romcom Bimbo) অভিনয় করতে পারে। ছবির কাস্টিং সবচেয়ে বড় ভুল হয়েছে। এরা শুধরোবে না। আর কোনও সন্দেহ নেই যে কেন হলিউড ও দক্ষিণে সমস্ত ফিল্ম স্ক্রিনগুলি চলে যাচ্ছে। মুভি মাফিয়ার হাতে যতদিন ক্ষমতা আছে ততদিন বলিউডকে কেউ ধ্বংস হওয়া থেকে আটকাতে পারবে না।"
advertisement
আরও পড়ুন- দরদাম করতে ওস্তাদ ঐন্দ্রিলা! আকাশছোঁয়া দাম থেকে মাত্র ৭৫, কীভাবে? জানালেন সব্যসাচী
কঙ্গনা আরও লিখেছেন, "বলিউড মাফিয়া ড্যাডি একা হাতে চলচ্চিত্র দুনিয়ার সংস্কৃতি নষ্ট করেছে। আবেগের দিক থেকে বহু পরিচালকদের আবেগের দিক থেকে ব্যবহার করেছে। মাঝারি মানের সিনেমা বানাতে বাধ্য করেছে। এই ছবিটি মুক্তির পাবে আরও একটি উদাহরণ পাওয়া যাবে। একে গ্রহণ করা মানুষের বন্ধ করতে হবে। এই শুক্রবার ওনার ষড়যন্ত্রের শিকার হতে চলেছে এক বড় নায়ক ও মহান পরিচালক।"
আরও পড়ুন- 'হিজাব কোনও ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়', হিজাব বিতর্কে মুখ খুললেন জাইরা ওয়াসিম
প্রসঙ্গত, চলতি বছরের আগামী ২৫ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে এই চলচ্চিত্র। গত বছরের জুলাই মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল চলচ্চিত্রটির কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে তা পিছিয়ে যায়। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি সঞ্জয় লীলা বানসালির সঙ্গে আলিয়া ভাটের প্রথম কাজ। ১৯৬০-এর দশকে মুম্বইয়ের রেড-লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে শক্তিশালী, প্রিয় এবং শ্রদ্ধেয় মানুষদের একজন ছিলেন গাঙ্গুবাই। ছবির ট্রেলারে আলিয়া ছাড়াও নজর কেড়েছেন অজয় দেবগন ও বিজয় রাজ।