TRENDING:

জাহির খান সাড়ে ১১ কোটি টাকার বাড়ি কিনলেন মুম্বইতে

Last Updated:

টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিডস্টার জাহির খান ও তাঁর স্ত্রী সাগরিকা ঘাটগে সাড়ে ১১ কোটি টাকার বাড়ি কিনলেন মুম্বইতে৷ করোনার ধাক্কায় বেহাল আবাসন শিল্পের চাহিদা ফেরাতে মহারাষ্ট্র স্ট্যাম্প ডিউটি কমিয়ে ক্রেতাদের সুবিধা করে দিয়েছে৷ তারই পূর্ণ সদ্ব্যবহার করছেন শিল্পপতি থেকে সেলিব্রিটিরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিডস্টার জাহির খান ও তাঁর স্ত্রী সাগরিকা ঘাটগে সাড়ে ১১ কোটি টাকার বাড়ি কিনলেন মুম্বইতে৷ করোনার ধাক্কায় বেহাল আবাসন শিল্পের চাহিদা ফেরাতে মহারাষ্ট্র স্ট্যাম্প ডিউটি কমিয়ে ক্রেতাদের সুবিধা করে দিয়েছে৷ তারই পূর্ণ সদ্ব্যবহার করছেন শিল্পপতি থেকে সেলিব্রিটিরা৷ সেই তালিকায় নাম লেখালেন জাহির-সাগরিকা জুটি৷
advertisement

জ্যাপকিডটকম-এর রিপোর্ট বলছে জাহির ৩৯৫৭ স্কোয়ার ফিটের (কার্পেট এরিয়া) জন্য ৩৭.৪ লক্ষ টাকা দিয়েছেন৷ প্যারেলে সেনাপতি বাপাত মার্গে ইন্ডিয়াবুলস স্কাই প্রজেক্টের অ্যাপার্টমেন্ট জাহির নিয়েছেন৷ ৪১ ও ৪২ তলা মিলিয়ে ডুপ্লেক্স নিয়েছেন জাহির৷

জ্যাপকিডটকম জানাচ্ছে জাহির একাই নন, ক্রিকেটারদের মধ্যে নতুন বাড়ি কেনার তালিকায় আছেন টিম ইন্ডিয়ার ভরসামান মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আয়ার৷ মুম্বইয়ের লোধা ওয়ার্ল্ড ক্রেস্টে ২৬১৮ স্কোয়ারফিটের অ্যাপার্টমেন্ট নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন৷ তিনি স্ট্যাম্প ডিউটি দিয়েছেন ২৪ লক্ষ ৭০ হাজার টাকা৷

advertisement

গতবছর ডিসেম্বরে মুম্বইয়ে মোট ৩৪ হাজার কোটি টাকার সম্পত্তি কেনা-বেচা হয়েছে৷ এর মধ্যে কিছু লাক্সারি সেগমেন্টেও রয়েছে৷ নতুন বছরে বি-টাউনের অনেকই নতুন বাড়ি কিনছেন৷ তালিকায় বলিউড সুপারস্টার হৃতিক রোশন থেকে অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরের নাম রয়েছে৷ মুম্বইয়ের জুহুতে ৩৯ কোটি টাকা দিয়ে একটি বাড়ি কিনেছেন জাহ্নবী কাপুরও৷

জাহির এই মুহূর্তে প্যারেল অশোক টাওয়ার্স-এ থাকেন৷ জাহির আহমেদনগরের শ্রীরামপুরের ছোট্ট শহর থেকে উঠে এসেছিলেন৷ ইঞ্জিনিয়ারিং ছেড়ে ক্রিকেটে মনোনিবেশ করেন তিনি৷ ২০০০-২০১৪ পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেন৷ ২০১৫ সালে ক্রিকেটকে আলবিদা জানান, জাহির বলেছিলেন আধুনিক ক্রিকেটের কঠিন সূচি তার মানিয়ে নেওয়া সম্ভব নয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

২০১১ সালে এমএস ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জাহির৷ পাকিস্তানের শহিদ আফ্রিদ্রির সঙ্গে যুগ্মভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন৷ জাহির-আফ্রিদি দু'জনেই ২১টি করে উইকেট নেন৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
জাহির খান সাড়ে ১১ কোটি টাকার বাড়ি কিনলেন মুম্বইতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল