তবে শুধু জিরো ফিগারই নয় ৷ ছবির জন্য করিনা কখনও রোগা হয়েছেন, তো কখনও মোটা হয়েছেন ৷ তবে সব সময়ই ফিট ছিলেন করিনা ৷ আর তাই তো তৈমুর হওয়ার সময় করিনার চেহারা এতটাই বদলে গিয়েছিল যে করিনাকে চেনাটাই ছিল কষ্টকর ৷
তবে তৈমুর হওয়ার পর মাত্র এক মাসেই যেভাবে করিনা নিজেকে টোন অ্যান্ড ফিট করলেন, তা কিন্তু চমকে দেওয়ার মতোই ৷ তা কীভাবে নিজেকে ফের ফিট অ্যান্ড স্লিম করে তুললেন করিনা ?
advertisement
সম্প্রতি একটি সাক্ষাৎকারে করিনা জানিয়েছেন, ‘নিয়মিত খিচুড়ি খেয়েছি ৷ খিচুড়ির মতো ভালো ডায়েট আর কিছুই নয় ৷ এটা হেলদিও ৷ কারণ, খিচুড়িতে থাকে পর্যাপ্ত পরিমাণ সব কিছুই ৷ তবে প্রত্যেকদিন সকালে উঠে একটা গোটা আম আমি খেতাম নিয়ম মেনে ৷ ’
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 22, 2019 4:06 PM IST