পুরো গল্পটাই ফিল্মি ৷ জানুয়ারী মাসেই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের নতুন ছবি ‘এয়ারলিফ্ট’৷ আর এই ছবিতেই এয়ারফোর্স পাইলটের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে ৷ ১৯৯০ সালে ইরাক-কুয়েত যুদ্ধের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এই ছবি ৷ ছবির পরিচালক রাজা কৃষ্ণ মেনন ৷ ছবির ফার্স্টলুক মুক্তি পেতেই ট্যুইটারে পোস্টার আপলোড করলেন খোদ অক্ষয়৷ জানালেন, ‘অপেক্ষার অবসান ৷ তৈরি থাকুন ৷ ২২ জানুয়ারীতে আসছি পর্দায়৷’ ছবিতে অক্ষয়ের পাশে দেখা যাবে নম্রিত কৌরকে ৷
advertisement
Location :
First Published :
November 18, 2015 1:55 PM IST