বাওয়ালি রাজবাড়িতে এলাহি অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে গেল শুভ পরিণয় ৷ বহুদিনের সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পেল ৷ মাঝে সম্পর্কের টানাপড়েনের খবরে সরগরম হয়েছিল টলিপাড়া ৷ তবে, কথায় আছে যার শেষ ভাল, তার সব ভাল ৷ সেটাই প্রমাণ করলেন রাজ ও শুভশ্রী ৷
তবে প্রশ্ন একটাই নব-দম্পতির মধ্যে কার হাতে রাশ থাকবে সে নিয়ে প্রশ্নটা কিন্তু থাকছেই ৷ তবে বোঝাই যাচ্ছে, এই মুহূর্তে রাজ শুভশ্রীময় ৷ বিয়ের পরের দিনই টলিপাড়ার এই সেলেব দম্পতির একটি মজার ছবি সামনে এল ৷ যেখানে দেখা যাচ্ছে, রাজের হাত ধরে একটি দরজার দিকে নিয়ে যাচ্ছেন নায়িকা ৷
advertisement
Location :
First Published :
May 12, 2018 6:55 PM IST