"যেদিন অঙ্কোলজিস্ট জানালেন আমার ক্যানসার চতুর্থ পর্যায়ে রয়েছে, সুস্থ হওয়ার আশা মাত্র ৩০ শতাংশ, সেদিন আমার গোটা পৃথিবীটাই উল্টে গিয়েছিল৷ লুকিয়ে রাখতে চেয়েছিলাম অসুখ৷ চিকিৎসার জন্য ন্যাড়া হতে হবে ভেবেই হতাশা, ভয়, অসহায়তা, দুঃখ ঘিরে ধরেছিল আমাকে৷ কিন্তু সেখান থেকেই নিজের অনুভূতিগুলোকে বুঝতে শিখলাম৷ বুঝলাম সবসময় পজিটিভ থাকা সম্ভব নয়৷ নেগেটিভ ইমোশন, মন খারাপ সবকিছুই স্বাভাবিক৷"
advertisement
নিজের অনুভূতিগুলোকে গ্রহণ করতে শিখেই লড়াই করার জোর পেয়েছিলেন সোনালি৷ মাথা ন্যাড়া হয়ে যাওয়ার আগে নিজের সৌন্দর্যকে উপভোগ করতে চেয়েছিলেন৷ স্যালোঁতে গিয়ে নতুন হেয়ারকাট করে নিজেকে প্যাম্পার করেন৷ ইনস্টাগ্রামে তার সেই বদলে দেখেছিলেন ভক্তরা৷ "আমি নতুন একটা গল্প লিখতে চেয়েছিলাম৷ সারাজীবন আমাকে সুন্দর লেগেছে দেখতে৷ আয়নার সামনে দাঁড়িয়ে তাই আমাকে বলতেই হত আমি এখনও সুন্দর৷"