স্থানীয় সূত্রে খবর, প্রথমে ওই বহুতলের ১৩-তলার রান্নাঘরে প্রথমে আগুন লাগে। আবার ওই বহুতলেই ৫ বিএইচকে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন জ্যাকলিন ফার্নান্ডেজ। পুরকর্মীরা সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন যে, রাত ৮টা নাগাদ নার্গিস দত্ত রোডে অবস্থিত ওই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে আগুন লাগে। যিনি ওই আগুন লাগার খবরটি দিয়েছিলেন, তিনি জানিয়েছিলেন যে, নওরোজ হিল সোসাইটির ১৪-তলার একটি ঘরেই সীমাবদ্ধ ছিল আগুন।
advertisement
২০২৩ সালে মুম্বইয়ের ওয়েস্ট বান্দ্রার পালি হিলের মতো অভিজাত এলাকায় এই বিলাসবহুল নতুন অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। গত বছরের জুলাই মাসে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে নিজের নতুন বাড়ির এক্সটেরিয়র দেখিয়েছিলেন অভিনেত্রী। এই বিলাসবহুল বহুতলে রয়েছে একাধিক বিকল্প। যেমন – দ্য স্যুইটস, দ্য পেন্টহাউজ, স্কাই ভিলা এবং ম্যানসন।
আবার জ্যাকলিনের এই বিলাসবহুল বহুতল থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই থাকেন সইফ আলি খান, করিনা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট-সহ তাবড় বলিউড তারকারা। এখানেই শেষ নয়, খুব কাছেই থাকেন সলমন খান এবং শাহরুখ খানের মতো বলিউড সুপারস্টার। আবার বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং এব দীপিকা পাড়ুকোনও খুব শীঘ্রই ওই একই এলাকায় শিফট করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের বিলাসবহুল সি-ফেসিং কোয়াড্রুপ্লে এখন তৈরি হচ্ছে।
প্রসঙ্গত, খুব শীঘ্রই হলিউডে আত্মপ্রকাশ করবেন জ্যাকলিন ফার্নান্ডেজ। ওই ছবিতে অ্যাকশন তারকা জঁ ক্লদ ভন ড্যামের সঙ্গে দেখা যাবে তাঁকে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন জ্যাকলিন। আর পোস্ট করামাত্রই তা নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই সঙ্গে অভিনেত্রী সমস্ত জল্পনায় শিলমোহর দিয়ে জানিয়েছেন যে, ইতিমধ্যেই ইতালিতে ওই অ্যাকশন-তারকার সঙ্গে ছবির শ্যুটিং করেছেন তিনি।