অভিযোগকারীর বয়ান অনুযায়ী, গৌরী যে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, সেই সংস্থা তাঁর কাছ থেকে ৮৬ লক্ষ টাকা নেওয়ার পরেও ফ্ল্যট দিতে পারেনি। লখনউয়ের সুশান্ত গলফ সিটি এলাকার তুলসিয়ানি গলফ ভিউয়ে অবস্থিত এই ফ্ল্যাট। জসওয়ান্তের অভিযোগ, যে ফ্ল্যাটটি তিনি চেয়েছিলেন, সেই ফ্ল্যাট অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: শাহরুখের সঙ্গে পর্দা ভাগে ঘোর আপত্তি? 'জওয়ান'-এ কাজের প্রস্তাব ফেরালেন 'পুষ্পা' অর্জুন
advertisement
আরও পড়ুন: সাফল্য পেতেই 'নকল' করছেন শাহরুখকে? সলমনের ভোলবদল দেখে অবাক সকলেই
কেবল গৌরী নয়, তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের চিফ ম্যানেজিং ডিরেক্টর অনিল কুমার তুলসিয়ানি এবং ডিরেক্টর মহেশ তুলসিয়ানির বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছেন জসওয়ান্ত।
অভিযোগকারীর দাবি, তিনি গৌরীর বিজ্ঞাপন দেখে প্রলোভিত হয়ে ওই ফ্ল্যাট বুক করেছেন। তার পর টাকা দেওয়ার পরেও ফ্ল্যাট পাননি। আর তাই এই এফআইআর-এ শাহরুখ-পত্নীর নাম উল্লেখ করা হয়েছে।