TRENDING:

Bulbbul Review: ‘ডাইনি’র আড়ালে এক ‘নারী’র প্রতিবাদের গল্প, ভুলেও এ ছবি একা দেখবেন না !

Last Updated:

তা কীসের প্রতিবাদ? আসলে কেমন ছবি ‘বুলবুল’?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ছবি প্রযোজনায় নেমে যেন একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা ৷ বড়পর্দায় প্রথমে এনএইচ টেন, তারপর ফিল্লোরি এবং তারপরে পরী ! ওয়েব প্ল্যাটফর্মে অনুষ্কা এলেন প্রথমে পাতাললোক আর এবার বুলবুল নিয়ে ৷ অনুষ্কার প্রযোজনায় তৈরি প্রত্যেকটি ছবির প্যাটার্ন লক্ষ্য করুন ৷ হিসেব মেলালে প্রত্যেকটি ছবিই, গতে বাঁধা বা বলিউডে তৈরি হওয়া ছবি থেকে অনেকাংশেই ডার্ক ৷ তা এনএইচ টেন হোক কিংবা পরী ৷ অথবা ওয়েব প্ল্যাটফর্মে পাতাললোক ও এবারের বুলবুল ৷ অবশ্য ফিল্লোরি এগুলোর থেকেই একটু আলাদা ৷ অনুষ্কা প্রত্যেক প্রযোজনাতেই ‘নারী’ বা ‘অভিনেত্রী’ এই দুটো হিসেবকে সবার ওপরে রেখেছেন ৷ চিত্রনাট্য বাছার ক্ষেত্রেও সে ব্যাপারটা মাথায় রাখতে ভোলেননি তিনি ৷ হ্যাঁ, এই প্রত্যেকটি ছবি দেখলেই বোঝা যায়, অনুষ্কার এই বেছে নেওয়াটা একেবারেই সচেতনভাবে বা সুচিন্তিত উপায়ে ৷
advertisement

এতো না হয় গেল প্রযোজক অনু্ষ্কার ট্র্যাক রেকর্ডের কথা ৷ আসলে নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া ‘বুলবুল’ অনুষ্কার এই ভাবনা থেকে একেবারেই আলাদা নয় ৷ আর তাই হয়তো আগের সব ছবি চিত্রনাট্যের প্রাথমিক ভাবনার সঙ্গে এর মিল পাওয়ার কারণেই এই ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছিলেন অনুষ্কা ৷ প্রাথমিক ভাবনা বলতে অবশ্যই ‘নারী প্রধান গল্প’ বা ‘উইম্যান এমপাওয়ারমেন্ট’, যা কিনা ‘বুলবুল’-এ এসে প্রতিবাদ হয়ে উঠল ৷

advertisement

তা কীসের প্রতিবাদ? আসলে কেমন ছবি ‘বুলবুল’?

১৮৮১-এর বাংলাকে প্রেক্ষাপট তৈরি করে বাল্যবিবাহ, জমিদার প্রথা ও রাজবাড়ির অন্দরমহলের গল্পকে সামনে নিয়ে আসলেন ছবির পরিচালক অনভিতা দত্ত ৷ সহজ কথায় ‘পুরুষতান্ত্রিক’ সমাজের গল্প৷  সেই সমাজে যে গল্প তৈরি হত জমিদার বাড়ির অন্দরে ও সেখানেই শেষ হয়ে যেত ৷ আর পুরনো বাড়ির দেওয়ালে ছাপ পড়ে থাকত বহু আতর্নাদ ও অত্যাচারের ৷ পরিচালক সেই সব কটা বিষয়কেই এক সুতোতে বাঁধলেন ৷ আর সেই সুতোর ওঠা-নামার দায়িত্ব দিলেন ‘ডাইনি’র হাতে৷ যে ডাইনি রাত হলেই মানুষের ঘাড়ে কামড় দিয়ে রক্ত চুষে নেয় ৷ আর পড়ে থাকে ‘অত্যাচারী’র নিথর দেহ ! অর্থাৎ পড়ে থাকে রক্তহীন পুরুষতান্ত্রিক এক সমাজ !

advertisement

ছবি শুরু হয়, ছোট্ট বুলবুলের বিয়ে থেকেই ৷ যে বুলবুল (তৃপ্তি দিমরি) বোঝার আগেই হয়ে যায় এক জমিদার বাড়ির বড় গিন্নি ৷ যে জমিদার বাড়িতে রয়েছেন তাঁর স্বামী বড় ঠাকুর (রাহুল বসু), তথাকতিত ‘পাগল’ মেজো ঠাকুর মহেন্দ্র (দ্বৈত চরিত্রে রাহুল বসু), মহেন্দ্রের স্ত্রী বিনোদিনী (পাওলি দাম) ও বুলবুলের দেওর সত্য (অবিনাশ তিওয়ারি) ৷ স্বামী, দেওর, ভাসুর এবং জা বিনোদিনীকেই নিয়ে গল্প এগিয়ে চলে বুলবুলের ৷ যার মধ্যে ঢুকে পড়ে দেওর সত্য-র প্রতি প্রেম, বিনোদিনীর অর্থ-যৌন লিপ্সা ৷ আর সঙ্গে ছোট্টবেলায় শোনা এক ডাইনির গল্প, যে কিনা ঘাড় কামড়ে রক্ত চুষে নিত !

advertisement

দেওরের সঙ্গে ‘প্রেম’ মেনে নিতে পারে না বুলবুলের স্বামী ৷ বিনোদিনীর কান ভাঙানোয় বুলবুলকে ক্ষত-বিক্ষত হতে হয় ‘জমিদার স্বামী’র হাতে ৷ সুযোগ পেয়ে পাগল ভাসুর ‘ধর্ষণ’ও করে বুলবুলকে ৷ অন্যদিকে গ্রামের ডাক্তারের  (পরমব্রত) সঙ্গে বন্ধুত্বকেও ‘খারাপ’ চোখে দেখতে শুরু করে বুলবুলের প্রেম ‘সত্য’ ৷ সব ‘পুরুষ’কেই যেন একই সীমারেখায় দেখতে পায় বুলবুল ৷ অত্যাচারের রাতে তার ভিতরই জেগে ওঠে ‘ডাইনি’ ! ব্যস, এখান থেকেই শুরু বদলার গল্প ৷ প্রতিবাদের গল্প ৷ ছোটবেলার শোনা ডাইনি-র গল্পকে সঙ্গে নিয়ে একের পর এক ‘বদলা’ নিতে শুরু করে বুলবুল ৷

advertisement

বুলবুল এমনই এক ছবি যেখানে প্রথম ফ্রেম থেকে শুরু করে, শেষ ফ্রেম পর্যন্ত আপনার চোখের পলক পড়তে দেবে না ৷ প্রত্যেক দৃশ্যেই দারুণ বুনোট৷ যা ধরে ধরে এগোতে থাকে ‘বুলবুল’ ৷ আর শেষ পর্যায়ে গিয়ে ভয়ের গল্প হঠাৎ করে বদলে যায় এক নারীর প্রতিবাদের গল্পে ৷

অভিনয়ের দিক থেকে এই ছবির প্রত্যেকেই অসাধারণ ৷ ‘লয়লা-মজনু’র তৃপ্তি দিমরি এই ছবিতে পরিণত ৷ তাঁর প্রত্যেকটি অভিব্যক্তিতেই গল্প আরও ভালো রূপ পেয়েছে ৷ অবিনাশও তাই ৷ রাহুল বসুও নিজের জায়গায় একেবারে পারফেক্ট ৷  খলনায়িকার চরিত্রে পাওলি দাম নজর কেড়েছেন আলাদা করে ৷ অল্প সংলাপে শুধু চাউনি দিয়েও যে অভিনয় করা যায় তা তিনি দেখিয়েছেন ৷ পরমব্রতও বেশ স্ট্রং ৷ আসলে, প্রত্যেকেই এই ছবির চিত্রনাট্যকে আঁকড়ে ধরেছিলেন ৷ আর তাই হয়তো ছবি একবারের জন্যও পিছলে যায়নি ৷ বরং দর্শককে ধরে রাখার জন্য সব রসদই ঠিকঠাক রেখেছেন পরিচালক অনভিতা৷

এই ছবির সিনেম্যাটোগ্রাফি ছবির মেজাজকে ধরে রাখতে যথাযথ সাহায্য করেছে ৷ বিশেষ করে ‘রক্ত’ বা প্রতিহিংসাকে বোঝাতে ছবিতে লাল রঙের ব্যবহার এবং গা ছমছমে ভাব আনতে নীল রঙের ব্যবহার অসাধারণ ৷ অবশ্যই এ ব্যাপারে বাহবা দিতে হয়, সিধান্ত দিওয়ান ও মীনাল আগরওয়ালকে৷ ছবিতে লোকগাঁথার স্টাইল বেশ স্পষ্ট ৷ যা কিনা ছবিকে এক ‘ক্লাসিক’ লুক এনে দিয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের বেতন জমিয়ে ঘুরছেন দেশে দেশে, 'এই' শিক্ষক একাই বদলে দিচ্ছেন পরিবেশের ভবিষ্যৎ
আরও দেখুন

সবশেষে বলা ভালো, এই ছবির অন্তরে নারীর প্রতিবাদের গল্প থাকলেও, বুকে চাপ ধরানোর জন্য এই ছবির বেশ কিছু দৃশ্য যথেষ্ট ৷ বিশেষ করে তা অমিত ত্রিবেদী-র আবহসঙ্গীতের জন্য আরও বেশি থমথমে ৷ তাই একটাই সাজেশন... একা ভুলেও দেখবেন না এই ছবি !

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bulbbul Review: ‘ডাইনি’র আড়ালে এক ‘নারী’র প্রতিবাদের গল্প, ভুলেও এ ছবি একা দেখবেন না !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল