আরও পড়ুন এবার বলিটাউনের মারকাটারি হিরো লালু প্রসাদের ছেলে তেজপ্রতাপ
এখনও পর্যন্ত রাজকুমার হিরানি যে কটি ছবি বানিয়েছেন সবকটিই সুপার হিট ৷ এই ছবিও যে ব্যতিক্রম হবে না, প্রাইভেট স্ক্রিনিং-এর দর্শকের তেমনই মত ৷ সঞ্জয়ের বায়োপিককে এক অন্যমাত্রায় নিয়ে গিয়েছেন তিনি ৷ এতে নিঃসন্দেহে মুখে হাসি ফুটছে পরিচালক, প্রযোজকদের ৷ তবে সব থেকে খুশি সম্ভবত হচ্ছেন রণবীর ৷ কারণ এই মুহূর্তে ছবি হিট তাঁর জন্য অত্যন্ত প্রয়োজন ৷ তিনি অসামন্য অভিনেতা তাতে দ্বিমত নেই, কিন্তু তাঁর শেষ কোন ছবি বলিউডে ব্যবসা দিয়েছে তা তাঁর অতি বড় ভক্তও ভুলে গিয়ে থাকবেন ৷ কালই দেশজুড়ে মুক্তি পাচ্ছে ছবি ৷ শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম বুকিংও ৷ আপতত জনমনের অপেক্ষায় ছবির কলাকুশলীরা ৷
advertisement