রবিকুমারের ছেলে খবর নিশ্চিত করেছেন। শুক্রবার সকালে চেন্নাইয়ের ভেলাচেরিস্থ প্রশান্ত হাসপাতালে তিনি প্রয়াত হন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সপ্তাহান্তে চেন্নাইতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
advertisement
রবিকুমার কেরালার ত্রিশুর জেলায় মালায়ালাম চলচ্চিত্র প্রযোজক কেএমকে মেনন এবং অভিনেত্রী ভারতী মেননের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি টেলিভিশন ছাড়াও অসংখ্য তামিল এবং মালয়ালাম চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রধান এবং পার্শ্ব চরিত্রে উভয় ভূমিকাতেই অভিনয় করেছেন তিনি। এর আগে ১৯৬৮ সালের মালায়ালাম চলচ্চিত্র লক্ষপ্রভুতে অভিনয় করেছিলেন। তবে ১৯৭৫ সালের উল্লাস যাত্রা চলচ্চিত্রের মাধ্যমে প্রধান চরিত্রে তাঁর অভিষেক ঘটে।
রজনীকান্ত, কমল হাসান, মোহনলাল, মামুট্টির মতো তামিল এবং মালয়ালাম তারকাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। জে শশীকুমার এবং কে বালাচন্দরের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন।