TRENDING:

মিস ওয়ার্ল্ডে ভারতের বাজি এবার তামিল নাড়ুর অনুকৃতী

Last Updated:

মাধুরী দীক্ষিত, জ্যাকলিন ফার্নান্ডেজ ও করিনা কাপুরের পারফরম্যান্স যোগ করেছিল এক্সট্রা চার্ম ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১৮-এর খেতাব উঠল মিস ইন্ডিয়া তামিল নাড়ু ১৯ বছরের অনুকৃতী ব্যাসের মাথায় । ফার্স্ট রানার আপ হয়েছেন হরিয়াণার প্রতিনিধি মীনাক্ষি চৌধুরি । অন্ধ্র প্রদেশের প্রতিনিধি শ্রেয়া রাও কামবরাপু জিতেছেন সেকেন্ড রানার আপের খেতাব । মীনাক্ষি ও শ্রেয়া ভারতের প্রতিনিধিত্ব করবেন মিস ইউনাইটেড কন্টিনেন্ট ও মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ।
advertisement

মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১৭ মানুষী চিল্লর, ফার্স্ট রানার আপ সানা দুয়া, সেকেন্ড রানার আপ প্রিয়াঙ্কা কুমারী মুকুট তুলে দেন এবছরের বিজয়ীদের মাথায় । একটুর জন্য হাতছাড়া হল খেতাব । অনুকৃতী, মীনাক্ষি, শ্রেয়া ছাড়াও টপ ফাইভে পৌঁছেছিলেন দিল্লির প্রতিনিধি গায়ত্রী ভরদ্বাজ ও ঝাড়খণ্ডের প্রতিনিধি স্টেফি পটেল । এই নিয়ে পরপর দুবছর সেরা পাঁচে পৌঁছলেন দিল্লি ও হরিয়াণার প্রতিনিধি । একটুর জন্য মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড-এর খেতাব হাতছাড়া হল মানুষীর রাজ্যের প্রতিনিধির ।

advertisement

বিচারকের আসনে ছিলেন মিস ওয়ার্ল্ড ২০১৭ মানুষী চিল্লর, ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল, বলিউড অভিনেতা ববি দেওল ও কূণাল কাপুর, বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা খান, ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তা ও সাংবাদিক ফে ডি'সুজা । তিনটি রাউন্ডের পর ৩০ জন প্রতিযোগীর মধ্যে ১২জনকে বেছে নেন তাঁরা । সেরা ৫ ছাড়াও এদের মধ্যে ছিলেন স্পন্দনা পল্লি (ছত্তিসগঢ়), ভাবনা দুর্গম রেড্ডি (কর্নাটক), নিমরিত কৌর আহলুওয়ালিয়া (মনিপুর), মেরি খেরিয়াম (মেঘালয়), লিলি লালরেমকিমি দারনেই (মিজোরাম), সুতৃষা নায়ক (ওড়িশা), ও অন্না ক্লের (পঞ্জাব) । প্রশ্নোত্তর পর্বের পর চূড়ান্ত পর্বে পৌঁছন ৫ জন । সেখান থেকে বিচারকরা বেছে নেন তিন বিজয়ীকে ।

advertisement

তিন বিজয়ী । Photo : Collected

মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের খেতাব ছাড়াও বিউটি উইথ আ পারপাস ও মিস বিউটিফুল স্মাইলের সাব কনটেস্ট জিতেছেন অনুকৃতী । পশ্চিমবঙ্গের প্রতিনিধি প্রার্থনা সরকার সেরা ১২-য় পৌঁছতে না পারলেও মিস শাইনিং স্টার, মিস গ্লোয়িং স্কিন ও মিস ট্যালেন্টেড-এর সাব কন্টেস্ট জিতেছেন তিনি ।

advertisement

শুধু প্রতিযোগিতা নয় । মিস ইন্ডিয়ার মঞ্চ ছিল গ্ল্যামার ও এন্টারটেনমেন্ট ঠাসা । মাধুরী দীক্ষিত, জ্যাকলিন ফার্নান্ডেজ ও করিনা কাপুরের পারফরম্যান্স যোগ করেছিল এক্সট্রা চার্ম । সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহর ও আয়ুষ্মাণ খুরানা ।

অনুষ্ঠানে পারফর্ম করছেন মাধুরী দীক্ষিত নেনে । Photo: Collected

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

গত বছর থেকেই প্রতিযোগিতায় নতুন ফর্ম্যাট নিয়ে এসেছে ফেমিনা মিস ইন্ডিয়া । দেশের ২৯টি রাজ্য ও রাজধানী দিল্লি থেকে বেছে নেওয়া একজন করে প্রতিনিধি । মোট ৩০ জন প্রতিনিধিকে চারটি জোনে ভাগ করে চলে গ্রুমিং । গত বছরের মতো এবছরও প্রতিটি জোনের ছিলেন একজন করে মেন্টর । নর্থ জোনের মেন্টর ছিলেন মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০০৯ নেহা ধুপিয়া, ইস্ট জোনের প্রতিনিধিদের দায়িত্বে ছিলেন মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০০৯ পূজা চোপড়া, ওয়েস্ট জোনের গ্রুমিং করিয়েছেন পূজা হেগরে ও ওয়েস্ট জোনের দায়িত্বে ছিলেন রকুলপ্রীত সিং ।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
মিস ওয়ার্ল্ডে ভারতের বাজি এবার তামিল নাড়ুর অনুকৃতী