TRENDING:

ভারত-পাকিস্তান টানাপোড়েন নিয়ে মুখ খুললেন ফাওয়াদ

Last Updated:

উরি হামলার পর থেকেই কোনঠাসা হয়েছিলেন বলিউডে কাজ করা পাকিস্তানি অভিনেতারা ৷ মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রকাশ্যে হুমকি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাহোর: উরি হামলার পর থেকেই কোনঠাসা হয়েছিলেন বলিউডে কাজ করা পাকিস্তানি অভিনেতারা ৷ মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রকাশ্যে হুমকি দেয় ভারত ছাড়তে হবে পাকিস্তানি অভিনেতাদের ৷ না হলে, তাদের মেরে তাড়ানো হবে ৷ আর এই বিতর্কে পড়ে যান পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান, আতিফ আসলাম, মাহিরা খান ৷
advertisement

সেই সময় থেকেই পাকিস্তানি অভিনেতাদের ভারতে থাকা নিয়ে বিভক্ত হয়ে যায় বলিউড ৷ বিতর্কে জড়িয়ে পড়েন পরিচালক করণ জোহর, অভিনেতা শাহরুখ খান ৷ তবে গোটা দেশ থেকে নানা কথা শুনলেও, ফাওয়াদ খান প্রথমে বিষয়টি নিয়ে মুখ খোলেননি ৷ তবে সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিয়ে মুখ খুললেন ফাওয়াদ খান ৷

advertisement

ফেসবুকে ফাওয়াদ খান লিখলেন, জুলাই মাস থেকে আমি লাহোরেই ছিলাম ৷ আমার স্ত্রী-র সন্তান সম্ভাবা ছিলেন ৷ আমি দ্বিতীয়বার বাবা হয়েছি ৷

উরি হামলার পর আমার কাছে পাকিস্তান ও ভারতের মধ্যে টানাপোড়েন আমাকে সংবাদ মাধ্যম ও আমার প্রিয় মানুষেরা নানা কথা জানতে চেয়েছেন ৷ আমি দুই সন্তানের পিতা ৷ আমি প্রার্থনা করি, আমি চাই আমরা সবাই মিলে একটা শান্তির বিশ্ব তৈরি করতে পারি ৷ আমি বিশ্বাস করি, আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতে আমাদের সন্তানরা বয়ে নিয়ে যাবে ৷

advertisement

এই প্রথম পাকিস্তান ও ভারতের মধ্যে যে টানাপোড়েন চলছে তা নিয়ে কথা বলছি আমি৷ এর আগে আমার নামে যা গুঞ্জন হয়েছে, তা আমি কখনই বলিনি ৷ আমি আমার অনুরাগীদের ধন্যবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই পাকিস্তান ও ভারতের সমস্ত আর্টিস্টদের, সাধারণ মানুষকে ৷ আমরা সবাই মিলে একটা শান্তির বিশ্ব তৈরি করতে পারি ৷

advertisement

প্রথমে ভারত ছাড়ার হুমকি ৷ আর এবার ছবি থেকে সরানো ! সম্প্রতি এই ভাষাতেই গর্জে উঠল মহারাষ্ট্র নির্মাণ সেনা ৷ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘রইস’ ছবির নির্মাতা ও প্রযোজকদের সরাসরি জানিয়ে দিল ছবি থেকে ফাওয়াদ খান ও মহিরা খানকে না সরালে ছবির মুক্তি আটকে দেওয়া হবে ৷

সম্প্রতি এক সাংবাদিক বৈঠক করে মহারাষ্ট্র নির্মাণ সেনা সভাপতি অ্যামি খোপকার জানান, ‘যেদিন পাকিস্তান ভারতে আক্রমণ বন্ধ করবে, জঙ্গি হামলা বন্ধ করবে সেদিনই আমরা পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়াবো ৷ কারণ, উরি হামলা পর ভারতে থাকা পাকিস্তানি অভিনেতারা এই নিয়ে কোনও মন্তব্যই করেনি ৷’

advertisement

এর আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, পাকিস্তানি অভিনেতাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার হুমকি দিয়েছিল ৷ এবং স্পষ্টই বলেছিলেন, ‘ভারত থেকে পাকিস্তানি অভিনেতারা না গেলে তাঁদের মেরে তাড়ানো হবে ৷’

তবে এবার মহারাষ্ট্র নবনির্মাণ সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল ও শাহরুখের রইস ছবি থেকে ফাওয়াদ খান এবং মাহিরা খানকে সরাতে হবে ৷ নইলে এই ছবি মুক্তি পেতে দেওয়া হবে না ৷’

নবনির্মাণ সেনার জেনারেল সেক্রেটারি জানিয়েছেন, ‘ফাওয়াদ খান একা টার্গটে নয় ৷

আমারা প্রত্যেক পাকিস্তানি অভিনেতাদেরই বলেছি এটা ৷ আমরা কোনও পাকিস্তানি অভিনেতাদেরই মুম্বইতে কাজ করতে দেব না ৷’

বাংলা খবর/ খবর/বিনোদন/
ভারত-পাকিস্তান টানাপোড়েন নিয়ে মুখ খুললেন ফাওয়াদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল