সানিয়ার ছেলে ইজহানকে কোলে নিয়ে আদর করার ভঙ্গিতে একটি ছবি শেয়ার করেছেন ফারাহ। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, 'আমার নতুন হিরোকে খুব কম টাকায় পেলাম। ইজহান মির্জা মালিক এই আদুরে মাত্র ৫০০ টাকায় সই করেছে।' একই সঙ্গে সানিয়াকে ফারাহ লিখেছেন, 'সানিয়া মির্জা, ধন্যবাদ এই ছাড় দেওয়ার জন্য'। ছবিতে দেখা গিয়েছে, ইজহানের হাতে একটি ৫০০ টাকার নোট রয়েছে।
advertisement
আরও পড়ুন: রোজ আম খাওয়ার একটা খারাপ দিক রয়েছে, বড় ক্ষতিটা জানেন তো?
আরও পড়ুন: বাসের পিছনে তাকাতেই চিৎকার যাত্রীদের, দাঁড়িয়ে রয়েছে দাঁতাল! ভিডিও তুমুল ভাইরাল
সানিয়া মির্জার সঙ্গে ফারাহ খানের খুবই সুন্দর সম্পর্ক। ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে তাঁদের। মাঝে মাঝেই তাঁরা একসঙ্গে সময় কাটান। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেন তাঁরা। সানিয়ার ছেলেকে লঞ্চ করার কথা বলে নতুন পোস্টও নেটিজেনের একাংশের মন জয় করেছে। অনেকেই লিখেছেন, দারুণ হবে এই নতুন নায়ক। তবে ইজহান বয়সে এখন অনেকটাই ছোট। ফলে পরবর্তীতে সত্যিই সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখবে কিনা তা সময়ই বলবে।
ফারাহ খানএই মুহূর্তে করণ জোহরের সঙ্গে রকি অওর রানি কি প্রেম কাহানি ছবিতে কাজ করছেন। ছবিতে রণবীর সিং ও আলিয়া ভাটকে একসঙ্গে দেখা যাবে। রয়েছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমি। ছবির পরিচালক করণ।