তাঁকে দেখে চিনতে পেরেছিলেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে কিছু ছবি এবং সেলফি তোলার জন্য তাঁকে ঘিরে ধরেন ভক্তরা। করণের এক উচ্ছ্বসিত ভক্ত তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাঁর সঙ্গে একটা ভিডিও বানানোর জন্য অনুরোধ করেন। ইনস্টাগ্রামে ওই ভক্তের হ্যান্ডলের নাম @zanethad।
advertisement
করণকে দেখামাত্রই তাঁর সঙ্গে ভিডিও বানানোর কথা মনে হয়েছিল ওই ভক্তের। যেমন ভাবনা, তেমনই কাজ। করণের কাছে যেতেই ভিডিও বানানোর জন্য অনুরোধ করেন ওই ভক্ত। রাজিও হন পরিচালক। কিন্তু তারপর যা ঘটল.. এর জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না করণ জোহর!
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিও-তে ওই ভক্তকে বলতে শোনা যায়, “হাই আঙ্কল!” যা শুনে রীতিমতো হতভম্ব হয়ে যান করণ। তিনি অবিশ্বাসের ভঙ্গিতে বলে ওঠেন, “আপনি কি আমায় এইমাত্র আঙ্কল বলে ডাকলেন?” এরপরেই সেখান থেকে হেঁটে বেরিয়ে যান করণ। এরপর ভিডিওটি শেয়ার করে ওই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, “এই কোল্যাব-এর জন্য ধন্যবাদ আঙ্কল।”
Zanethad-এর ব্যবহার বেশ রূঢ় বলে দাগিয়ে দিয়েছেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। Zanethad অবশ্য স্পষ্ট করে দিয়েছেন যে, “ব্যাপারটা করণের বেশ ভাল লেগেছে। কারণ এরপর তিনি আমার কাছে এসে সেলফি তুলতে চেয়েছিলেন।” তিনি হাসিতে ফেটে পড়ার ভঙ্গিতে আরও বলেন যে, “উনি জানেন আমি কে! আর ওই ভিডিওটি নিজের স্টোরিতেও শেয়ার করেছেন তিনি।”
কমেন্ট বক্সে ভক্তরা করণের প্রতিক্রিয়া নিয়ে নানা মন্তব্য করেছেন। একজন আবার ভেবেছিলেন করিনা কাপুর খানও ছিলেন করণের সঙ্গে। একজন লিখেছেন, “পিছনে করিনার হাসির শব্দ শোনা যাচ্ছে মনে হল যেন!”