তবে আমাদের টলিউডও কিছু কম যায় না। টলি পাড়াতেও দেখা গেল রঙের উৎসব। সদ্য বিবাহিত ওম-মিমি, গৌরব-দেবলীনা, প্রমিতা-রুদ্রজিৎ সহ আরও অনেকে মেতেছেন এই উৎসবে। যদিও এবছর বলা হয়েছিল, যতটা সম্ভব রঙ খেলা এড়িয়ে চলুন। অথবা খেলতে হলে পরিবারের সঙ্গে খেলুন। তাই সকলকেই দেখা গেল পরিবারের সঙ্গেই এই খেলায় মাততে। বাইরের বন্ধু বান্ধবকে খুব একটা দেখা যায়নি। এই লিস্টে আছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এনা সাহাও।
advertisement
এনা শুধু অভিনেত্রী নন, প্রযোজকও। নুসরত, মিমি, যশের মতো অভিনেতারা তাঁর প্রযোজিত ছবিতে কাজ করেছেন। তিনি এখন নতুন স্টার। তবে এনা খুব মিষ্টি স্বভাবের। সব সময় হই-চই করে জীবন কাটাতে তিনি ভালোবাসেন। হোলিতেও দারুণ মজা করলেন তিনি। বোন ও বন্ধুদের নিয়ে ভিজে একাকার এনা নাচে মগ্ন হয়ে গেলেন। এই ভিডিও ইনস্টাতে শেয়ার হতেই ভাইরাল হয়। বহু মানুষ এই ভিডিও দেখেছেন।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 30, 2021 11:09 PM IST