ভাইরাল ওই ভিডিও-য় দেখা গিয়েছে যে, রেস্তোরাঁর অন্যান্য অতিথিদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন এলভিশ যাদব। রেগে রীতিমতো আগুন হয়ে এক ব্য়ক্তিকে চড় কষিয়ে বসেন এলভিশ। এমনকী তাঁর উপরেও চড়াও হন। ওই ব্যক্তিও পাল্টা জবাব দেন। ফলে তাঁকে জবাব দিতে আবার ফিরে আসেন এলভিশ। এরপর বিগ বস তারকাকে থামান তাঁর বন্ধুরা। এমনকী তাঁকে বাইরেও নিয়ে যান। ট্যুইটারেই গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।
advertisement
এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নিজের ওই কাণ্ডকে আড়াল করতে আত্মপক্ষ সমর্থনে একটি অডিও বিবৃতি জারি করেন এলভিশ। সেখানে তিনি দাবি করেন যে, তাঁকে উত্যক্ত করা হয়েছিল বলেই ওই ব্যক্তিকে চড় মেরে বসেন তিনি। একটি ভিডিও-য় এলভিশ বলেন, “দেখুন ভাই, বিষয়টা এই রকম যে, আমার লড়াই করার কোনও শখ নেই। আর কারও উপর হাত তোলারও শখ নেই। আমি নিজের চরকাতেই তেল দিই সব সময়। আমি সাধারণ ভাবেই থাকি। আর যাঁরা ছবি তোলার কথা বলেন, তাঁদের সঙ্গে আরাম করেই ছবি তুলি আমি। কিন্তু কেউ যদি পিছন থেকে মন্তব্য করেন, তাহলে আমি তাঁকে ছাড়ি না।”
সেই সঙ্গে এলভিশ আরও বলেন যে, “আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে, আমাদের সঙ্গে পুলিশ এবং কম্যান্ডো থাকে। বিষয়টা এমন নয় যে, আমরা কোনও ভুল করেছি। এটা ব্যক্তিগত। তিনি আমায় ব্যক্তিগত ভাবে আক্রমণ করেছিলেন। আর তাই আমি গিয়ে তাঁকে চড় মেরে এসেছি। আমার কোনও অনুশোচনা নেই। আমি এরকমই। তিনি খারাপ মন্তব্য করেছেন, আর আমিও আমার মতো স্টাইলে তার জবাব দিয়েছি।”
সাম্প্রতিক কালে অভিনেত্রী কুশা কপিলার বিষয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন এলভিশ যাদব। কুশাকে ‘সস্তার করিনা কাপুর’ বলে মন্তব্য করেন তিনি। এরপরেই সোশ্যাল মিডিয়ায় এলভিশকে ব্লক করে দেন কুশা। এমনটাই জানিয়েছেন খোদ অভিনেত্রী।