২২ সে শ্রাবণের অসাধারণ এভারগ্রিন গানটি কার না মনে আছে। ‘যে কটা দিন তুমি ছিলে পাশে’ গানটি মোটামুটি আজ থেকে যারা টিন এজে ছিলেন বা তার ওপরে সবার প্রিয় গানের মধ্যে একটি। ২২ সে শ্রাবণের সেই গানেরই রেপ্রাইজ শোনা যাবে সিকুয়াল ছবি দ্বিতীয় পুরুষে । এই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী ও অনুপম রায়। সেই গানটি শোনা গেল দু’জনের গলায় লাইভ কনসার্টে। তার সঙ্গে অবশ্য হাজির ছিলেন রূপম ইসলামও।
advertisement
তিনি জানান ২২শে শ্রাবণ তার কাছে বিশেষ একটি ছবি। আর ঠিক সেই কারণেই সে ছবির সিকুয়াল দ্বিতীয় পুরুষ ও তার কাছে ভীষণ স্পেশাল। এই দিনের কনসার্টে হাজির ছিলেন রূপম ইসলামও। গায়কদের পাশাপাশি এই দিন অনুষ্ঠানে হাজির ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন। অর্থাৎ আমাদের চেনা অভিজিৎ পাকড়াশী এবং অমৃতা। অনুষ্ঠানের দিন দুজনেই বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন ছবি নিয়ে কথা বলার সময়। পরমব্রত জানান এই ছবিতে অভিজিৎ পাকড়াশী বেশ অনেকটাই ম্যচিওর হয়ে উঠেছেন। তার অভিজ্ঞতাও অনেকটাই বেশি এবং তিনি এই জগতের অনেকটাই ভাল করে চেনেন। অন্য দিকে রাইমা সেন বলেন এই ছবি তার কাছেও নিসঃন্দেহে ভীষণই স্পেশাল। ৯ বছর পরে অমৃতা আর অভিজিতের কি পরিণতি হল তা জানতে হলে অব্যশই ছবিটা দেখা প্রয়োজন ৷