টলিপাড়ায় আপাতত এই খবর নিয়ে তুলকালাম কাণ্ড! জল্পনা চলছে বিচ্ছেদের কারণ নিয়ে। টলিউডের বিভিন্ন পার্টি বা জলসাতে কানাঘুষো, দুর্নিবার নাকি অন্য কারও প্রেমে পড়েছেন। তাই বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন মীনাক্ষি। আপাতত এক ছাদের তলায় থাকছেন না দম্পতি। তবে কি আইনি বিবাহ বিচ্ছেদের দিকেই হাঁটছেন তাঁরা?
আরও পড়ুন: ঊর্মির শরীরে বিষ! বাঁচানো যাবে টুকাইবাবুর ভালবাসাকে? নয়া মোড় 'এই পথ যদি'-তে
advertisement
নিউজ১৮ বাংলার তরফে গায়ককে ফোন করা হয়। কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি। মীনাক্ষিকে ফোনে পাওয়া গেলে তিনি বলেন, "আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। আর একটি কথা আমি সকলের উদ্দেশে বলতে চাই, যেদু'টি মানুষের জীবন নিয়ে কাঁটাছেঁড়া চলছে, তাঁদের জন্য এটি অত্যন্ত অপমানজনক। সেটি বন্ধ হলেই খুশি হব। এর থেকে বেশি কিছু বলতেই চাই না আমি।"
আরও পড়ুন: জামাইষষ্ঠীতে পেটপুজো নাচ গান, জলসার জুটিরা এক পর্দায়, কিন্তু কোন রহস্য লুকিয়ে?
২০১৭ সালে আইনি মতে বিয়ে হয় দুর্নিবার-মীনাক্ষির। এক বছর আগে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করে সংসার পাতেন গায়ক এবং নৃত্য়শিল্পী। এ বার তৃতীয় ব্যক্তির কারণে আলাদা হয়ে গেলেন তারকা দম্পতি?