TRENDING:

বাউন্ডারির সামনে আসতেই শিখরকে 'বালা বালা' বলে ডেকে উঠল দর্শক, শিখরও দিলেন প্রতিক্রিয়া,হিট TikTok ভিডিও

Last Updated:

একের পর এক হিন্দি এবং বাংলা ছবি হয়েছে টাকের সমস্যা নিয়ে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নাগপুর: ১০ই নভেম্বর ভারত-বাংলাদেশ টি২০ ম্যাচে এক মজাদার ঘটনার সাক্ষী রইল৷ ম্যাচে ভারতের জয় তো ছিলই সঙ্গে তৈরি হল এই  TikTok ভিডিও যা এই মুহূর্তে ভাইরাল৷ ভিডিওটি শিখর ধাওয়ানকে নিয়ে৷ এই মুহূর্তে ভারতীয় দলে যে সব ক্রিকেটররা রয়েছেন সবাই বেশ কেতাদুরস্ত৷ নিজ নিজ স্টাইলে সকলেই সকলেই ভক্ত মনে সেরা! শিখরও তেমন৷
advertisement

গব্বর নামে তিনি বিশেষভাবে পরিচিত৷ গোঁফ নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করেন তিনি৷ তবে চুল এমনভাবে ছাঁটা যা এক ঝলক দেখলে মনে হবে তিনি বুঝি টেকো! আর এই নিয়েই হয়েছে মজা৷ ম্যাচ চলাকালীন বাউন্ডারি লাইনের দিকে তিনি এগিয়ে আসতে মাঠে উপস্থিত দর্শক বালা বালা বলে চিৎকার করতে থাকেন৷ সম্প্রতি টাক মাথা রয়েছে চর্চায়৷

advertisement

একের পর এক হিন্দি এবং বাংলা ছবি হয়েছে টাকের সমস্যা নিয়ে৷ আয়ুষ্মান খুরানা অভিনীত হিন্দি ছবি বালা সুপারহিট৷ শিখরের চুলেও তেমনই হাল৷ ভক্তরা তাকে বালার সঙ্গে তুলনা করলেন৷ শিখরও হেসে হাত নাড়ালেন৷ ব্যাস, মুহূর্তে সেই ভিডিও ভাইরাল৷ দেখুন...

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাউন্ডারির সামনে আসতেই শিখরকে 'বালা বালা' বলে ডেকে উঠল দর্শক, শিখরও দিলেন প্রতিক্রিয়া,হিট TikTok ভিডিও