'মা আসছেন'। কেবল কলকাতা নয়, সারা বিশ্বে বাঙালিদের জন্য তৈরি হয়েছে এই গান। বাড়ি থেকে দূরে রয়েছেন যাঁরা, তাঁদেরও মন হু হু করা স্মৃতি উস্কে দেবে 'মা আসছেন'। গানের কথায়, সুরে, পাঠে, অভিনয়ে তারকার সমাবেশ।
advertisement
গানটি লিখেছেন চন্দ্রিল ভট্টাচার্য, সুরে সৌরেন্দ্র-সৌম্যজিৎ। গেয়েছেন ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, সৌরেন্দ্র-সৌম্যজিৎ এবং সোমলতা আচার্য চৌধুরী। ভিডিওয়ে পাঠ করেছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। কেবল তা-ই নয়, সেই সঙ্গে রাঘব, ইমন, সোমলতা এবং সৌরেন্দ্র-সৌম্যজিৎ অভিনয়ও করেছেন এই ভিডিওতে। সুরে সুর মিলিয়ে সাজিয়ে তুলেছেন দুর্গামণ্ডপ, এঁকেছেন আল্পনা। তাঁদেরই সঙ্গে অভিনয়ে দেখা দিয়েছেন অর্চিষ্মান বিশ্বাস এবং খুদে শিল্পী সুস্মৃতি প্রামাণিক।
আরও পড়ুন: শ্যুট করেন উত্তমকুমারও, চঞ্চল-প্রসেনজিতের আড্ডায় 'উৎসবের' অন্দরমহল, দেখুন ছবি
আরও পড়ুন: সিনেপ্রেমীদের জন্য সুখবর, অন্ধকার কলকাতার গল্প বলবে নতুন এই ছবি
গানের ভিডিওটি বানিয়েছেন রূপকলা কেন্দ্রের তিন প্রাক্তন ছাত্র। পরিচালনায় উৎসব দাঁ, বলিউডের বিভিন্ন কাজে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। ক্যামেরায় ছিলেন শান। আর এডিটিং এবং গ্রাফিক্সের দায়িত্বে রক্তিম চক্রবর্তী। প্রযোজনায় ওয়ান্ডার্স এন্টারটেইনমেন্ট। গানটি মুক্তি পেল মহালয়ার শুভ উপলক্ষে।