শনিবার থেকে উন্মাদনা চরমে। রবিবার সন্ধে থেকেই এই হাই ভোল্টেজ ম্যাচ দেখার জন্য অনেকেই শ্য়ুটিংয়ের সময় কাটছাঁট করেছেন। অনেকেই আবার পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বাতিল করেছেন। অভিনেতা জয়জিৎ মোহনবাগানের জন্য বরাবরই গলা ফাটান। এবারও শ্য়ুটিংয়ের ব্যস্ততার জন্য মাঠে না যেতে পারলেও সন্ধেয় বাড়ি ফিরে নিউজ ১৮ বাংলায় ডার্বি ম্যাচ দেখবেন মনঃস্থির করে ফেলেছেন।
advertisement
আরও পড়ুন: দু'বছর পর কলকাতায় ডার্বি, ৫০-এর টিকিট ৫০০! হতাশ বহু সমর্থক
অন্যদিকে, ফুটবলপ্রেমী অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ও মোহনবাগানের সমর্থক। তিনিও টিভি পর্দায় খেলা দেখার প্রস্তুতি সেরে ফেলেছেন এবং তাঁর মতে এবার লড়াইটা হবে নেক টু নেক। সংগীতশিল্পী মনোময় ভট্টাচার্য এবং তাঁর ছেলে আকাশ ভট্টাচার্য মোহনবাগানের কট্টর সমর্থক। বাবা-ছেলেও রবিবারের ম্যাচ দেখার পুরো প্ল্যান প্রোগ্রাম সেরে ফেলেছেন।
আরও পড়ুন: ৩৭০০ কেজি বিস্ফোরক ঠেসে দেওয়া হবে ট্যুইন টাওয়ারে, বহুতল গুঁড়িয়ে যাবে ১৫ সেকেন্ডে! অপেক্ষা শুরু
ঘটি বাঙালের এই চির লড়াই য়ে ইস্টবেঙ্গলের সমর্থক সেলেবরাও কম যান না। ডার্বি ম্যাচ দেখবেন বলে নিজের ব্যস্ত সিডিউল থেকে সময় বের করে রেখেছেন অভিনেতা সোহম চক্রবর্তী। দু'বছর পর ডার্বি দেখার জন্য উদগ্রীব অভিনেতা বিধায়ক। গায়িকা উজ্জয়নীয়ও ডার্বির লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন। ইস্টবেঙ্গলের সমর্থক উজ্জয়নী মাঠে না যেতে পারলেও নিউজ ১৮ বাংলার পর্দায় অবশ্যই চোখ রাখবেন।
গায়ক ইমন চট্টোপাধ্যায়ও লাল হলুদের সমর্থক। তিনিও প্রহর গুনছেন । অভিনেত্রী মুনমুন সেন ফুটবল দেখতে বরাবরই পছন্দ করেন। তিনি অবশ্য ঘটি বাঙাল তরজায় না গিয়ে ভালো ম্যাচ দেখারই পক্ষপাতি। তাঁর সহজ যুক্তি মা সুচিত্রা সেন ছিলেন বাঙ্গাল আর বাবা ছিলেন এপার বাংলার। তাই দুই দলই তাঁর কাছে খুব কাছের।
এছাড়াও ডার্বি উন্মাদনা ময়দান ছাড়িয়ে ঢুকে পড়েছে সেলিব্রেটিদের অন্দরমহলে। গায়ক রাঘব চট্টোপাধ্যায়, জোজো থেকে সরোদিয়া তন্ময় বসু সকলেই মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। যে সমস্ত সেলেব্রা মাঠে যেতে পারছেন না বা ড্রয়িং রুমে বসে টিভির পর্দায় ম্যাচ দেখতে পারবেন না। তাঁদের ভরসা মোবাইলে নিউজ ১৮ বাংলার অ্যাপে সরাসরি ডার্বি ম্যাচ দেখা। এখন শুধু অপেক্ষা রবিবার সন্ধের।